পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকার বিভিন্ন জায়গায় বসেছে ঈদমেলা। অ্যানেক্স কমিউনিকেশনের সৌজন্যে আলোকি কনভেনশন সেন্টারে চলছে ‘মুনলাইট ফেস্টিভ্যাল’। ছবিতে ছবিতে ঘুরে আসা যাক পুরো আয়োজন থেকে।
মৃণাল সাহা
রাজধানীর ভোজনরসিকদের জন্য আলোকি কনভেনশন সেন্টারে গতকাল ১৮ মার্চ শুরু হয়েছে ‘মুনলাইট ফেস্টিভ্যাল’। দুই দিনের এ আয়োজনে আছে বাহারি খাবারের আয়োজন।বিকেল চারটায় শুরু হওয়া উৎসব চলেছে ভোর চারটা পর্যন্ত। আয়োজনে ছিল খাবারদাবারসহ প্রায় ৫০টি স্টল। যে কেউ চাইলেই ইফতার ও সাহ্রি সেরে নিতে পারবেন এখানে।দেশি-বিদেশি রেস্তোরাঁ থেকে শুরু করে সুস্বাদু স্ট্রিট ফুড—সবকিছুর আয়োজন আছে এ উৎসবে। চাঁদের আলোর নিচে উপভোগ করতে পারবেন দেশি খাবার থেকে শুরু করে বিদেশি ডেজার্ট।
বিজ্ঞাপন
দেশি-বিদেশি ফুড ব্র্যান্ড ও রেস্তোরাঁকে এক ছাদের নিচে নিয়ে আসাই ছিল মুনলাইট ফেস্টিভ্যাল সিজন ১-এর লক্ষ্য।পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে উৎসবে ঘুরতে এসেছিলেন অনেকে। রাত যত গড়িয়েছে, উৎসবে ভিড় তত বেড়েছে।আলোকি কনভেনশন সেন্টার মুখর ছিল বিভিন্ন বয়সী মানুষের আগমনে।
বিজ্ঞাপন
খাবারের উৎসব শুধু খাবারেই সীমাবদ্ধ ছিল না। ছিল বিনোদনের ব্যবস্থাও। শিশুদের জন্য ছিল খেলাধুলা ও ছবি আঁকাআঁকির আয়োজন।সব বয়সীদের জন্য মাটি দিয়ে জিনিসপত্র বানানোর ব্যবস্থা রেখেছে ক্লে স্টেশন।
দুই দিনব্যাপী মুনলাইট ফেস্টিভ্যাল সিজন ১-এর শেষ দিন আজ। চলবে ভোর চারটা পর্যন্ত।