বৃত্তি নিয়ে থাইল্যান্ডে পড়তে চান?

এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে ডক্টরাল ও মাস্টার্স পর্যায়ে অধ্যয়নের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে। স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ও স্কুল অব এনভায়রনমেন্ট, রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্টে স্নাতকে ভালো ফলাফল অর্জনকারী ব্যক্তিরা আবেদন করতে পারবেন।

স্কুল অব ম্যানেজমেন্টেও আবেদন করা যাবে। বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি, নিবন্ধন ফি, থাকা-খাওয়া ও অন্যান্য খরচ প্রদান করা হবে। পিএইচডি ডিগ্রির জন্য ৪১ মাস ও মাস্টার্সের জন্য ২২ মাসের বৃত্তি দেওয়া হচ্ছে। আইইএলটিএসে ৬.০ স্কোর থাকতে হবে। আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি। বিস্তারিত জানা যাবে এই লিংকে