যেকোনো কাপড়, বিশেষ করে শীতে সোয়েটারে ছোট ছোট গুটি বা ববলিন দেখলেই মনটা খারাপ হয়ে যায়। পুরোনো কাপড় তো বটেই, নতুন কাপড়েও ববলিন এক যন্ত্রণার নাম। তাই জেনে রাখুন কাপড়ে ববলিন ওঠার কারণ এবং এর সমাধান।
কাপড়ে ববলিন ওঠে সাধারণত কাপড়ের তন্তুগুলোর পরস্পরের সঙ্গে ঘর্ষণের কারণে। আর এর পেছনে কাজ করে কিছু বিষয়।
তন্তুর গুণমান: নিম্নমানের তন্তু দিয়ে তৈরি কাপড়ে ববলিন ওঠার প্রবণতা বেশি।
ঘন ঘন ব্যবহার: প্রতিদিনের ব্যবহারে কাপড়ের ওপর চাপ ও ঘর্ষণ বেশি হয়, যা তন্তুগুলো আলগা করে দেয়।
ওয়াশিং মেশিনের ব্যবহার: মেশিনে ধোয়ার সময় কাপড়ের ঘর্ষণ ও ঘূর্ণনের ফলে তন্তুগুলো জট পাকিয়ে ছোট ছোট গুটি তৈরি করে।
মিশ্র তন্তু: বিভিন্ন ধরনের তন্তুর মিশ্রণে তৈরি কাপড়ে ববলিনের ঝুঁকি বেশি থাকে। যেমন পলিয়েস্টার ও তুলার মিশ্রণে তৈরি কাপড়।
কাপড়ে ববলিন কমাতে বা দূর করতে কিছু উপায় মেনে চলতে পারেন।
ভালো মানের কাপড়: তন্তুর গুণমান ভালো হলে ববলিনের সমস্যা তুলনামূলক কম হয়। প্রাকৃতিক তন্তু যেমন তুলা বা লিনেনের কাপড় সবচেয়ে ভালো।
সঠিকভাবে ধোয়া: কাপড় ধোয়ার আগে লেবেলের নির্দেশনা ভালোভাবে পড়ুন। মেশিনে ধোয়ার সময় কাপড় উল্টো করে দিন। হালকা মাত্রার ডিটারজেন্ট ব্যবহার করুন এবং হালকা বা ডেলিকেট মোডে ধোয়ার চেষ্টা করুন।
হাতে ধোয়ার পদ্ধতি: অত্যন্ত নরম কাপড়, যেমন উল বা কাশ্মীরি সুতার কাপড় হাত দিয়ে ধুয়ে পরিষ্কার করুন। খুব বেশি ঘষবেন না।
লিন্ট রোলার বা পিল রিমুভার: বাজারে বিভিন্ন ধরনের পিল রিমুভার পাওয়া যায়, যা কাপড়ের ববলিন সহজেই দূর করে।
ঘর্ষণ এড়ানোর চেষ্টা করুন: কাপড়ের একই জায়গায় বারবার যেন ঘষা না লাগে। যেমন ব্যাগের স্ট্র্যাপ যেখানে ঘষা লাগে, সেখানে কাপড়ের বিশেষ যত্ন নিন।
ভালোভাবে সংরক্ষণ: কাপড় সংরক্ষণের সময় পরিষ্কার ও শুকনো অবস্থায় ভাঁজ করে রাখুন। তন্তু যাতে জট পাকাতে না পারে, তা নিশ্চিত করুন।
ওয়াশিং বা মেশ লন্ড্রি ব্যাগ ব্যবহার করুন: মেশিনে ধোয়ার সময় কাপড় ভালো রাখতে ওয়াশিং ব্যাগ ব্যবহার করতে পারেন।
একসঙ্গে বেশি নয়: বেশি কাপড় একসঙ্গে ধুলে কাপড়ে কাপড়ে ঘর্ষণ বেড়ে যায় বলে ববলিনের সমস্যা বাড়ে। তাই একসঙ্গে বেশি কাপড় না ধোয়াই ভালো।
কন্ডিশনার ব্যবহার করুন: ধোয়ার পর কাপড়ে ফেব্রিক কন্ডিশনার ব্যবহার করলে তন্তু নরম থাকে এবং ববলিন কম হয়।