Thank you for trying Sticky AMP!!

হট চকলেট কফি

শীতের সকালে, বিকেলে কিংবা সন্ধ্যায় এক কাপ কফি। সেটা হতে পারে চকলেট মেশানো। হাতে ধোঁয়া ওঠা মগে কফিতে একটু একটু চুমুক, মনটাও যেন চাঙা করে দেয়। বাড়িতেই তৈরি করা যায় কফি। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম
ছবি: খালেদ সরকার

উপকরণ: দুধ ২ কাপ, ব্রাউন সুগার ২ টেবিল চামচ, কোকো পাউডার ৪ টেবিল চামচ, কফি দেড় চা-চামচ, লবণ সামান্য, চিনি ৪ টেবিল চামচ।

প্রণালি: চিনি ও কফি একসঙ্গে অল্প পানিতে ভালোভাবে বিট করুন। দুধ মাঝারি আঁচে গরম করে চিনি, কোকো, লবণ, ব্রাউন সুগার দিয়ে জ্বাল দিন। মগে কফি ও দুধের মিশ্রণ ঢেলে হুইপ ক্রিম দিয়ে সাজিয়ে ওপরে দারুচিনিগুঁড়া ছিটিয়ে গরম-গরম পরিবেশন করুন।

আহ্‌! এক কাপ কফি

কাপুচিনো

কাপুচিনো

উপকরণ: দুধ ১ কাপ, চিনি ২ টেবিল চামচ, কফি ১ টেবিল চামচ, হুইপড ক্রিম সাজানোর জন্য।

প্রণালি: কাপে চিনি ও কফি অল্প ফুটন্ত পানি দিয়ে একসঙ্গে ফেটান। এরপর এতে ফুটন্ত দুধ দিন। পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

কালো কফি

কালো কফি

উপকরণ: পানি ১ কাপ, কফি ১ টেবিল চামচ ও চিনি ১ টেবিল চামচ (প্রয়োজন মনে করলে)।

প্রণালি: পানি ভালোভাবে ফুটে উঠলে মগে ঢেলে চিনি ও কফি গুলিয়ে নিন। মাইক্রোওভেনে করতে চাইলে পানির সঙ্গে কফি ও চিনি গুলিয়ে এক মিনিট পর ওভেন থেকে বের করে নিন। 

মকা

মকা

উপকরণ: পানি ১ কাপ, কফি ১ টেবিল চামচ, দুধ ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, কোকো পাউডার ১ টেবিল চামচ।

প্রণালি: পানিতে কফি দিয়ে ফুটিয়ে নিন। কাপে দুধ, চিনি, কোকো পাউডার দিয়ে ফুটন্ত কফি ঢেলে নেড়ে গরম-গরম পরিবেশন করুন।

দারুচিনি কফি

দারুচিনি কফি

উপকরণ: পানি আধা কাপ, দুধ ১ কাপ, ইনস্ট্যান্ট কফি ১ টেবিল চামচ, দারুচিনি গুঁড়া ১ চা-চামচ ও চিনি ১ টেবিল চামচ।

প্রণালি: দুধ ও পানি একটি পাত্রে নিয়ে অল্প আঁচে ফুটান। এবার কফি ও চিনি দিয়ে জ্বাল দিন। কাপে ঢেলে দারুচিনিগুঁড়া দিয়ে পরিবেশন করুন।

ব্ল্যাক ফরেস্ট কফি

ব্ল্যাক ফরেস্ট কফি

উপকরণ: ফুটন্ত পানি ১ কাপ, ইনস্ট্যান্ট কফি ১ টেবিল চামচ, চকলেট সিরাপ ২ টেবিল চামচ, হুইপড ক্রিম ৩ টেবিল চামচ ও চকলেট চিপস ২ চা–চামচ।

প্রণালি: ফুটন্ত পানিতে কফি গুলে নিন। কাপে চকলেট সিরাপ দিয়ে বানানো গরম কফি ঢেলে দিন। এর ওপর হুইপড ক্রিম ও চকলেট চিপস দিয়ে পরিবেশন করুন।