Thank you for trying Sticky AMP!!

ডিম আর কাঁচা আম দিয়ে বানাতে পারেন এই পদটি

আদর্শ এক উপকরণ কাঁচা আম। বানানো যায় অনেক কিছুই। ডিমের সাসরাঙায় বখনো কাঁচা আম দিয়েছেন কি? রেসিপি দিয়েছেন সিতারা ফিরদৌস

ডিমের সাসরাঙা

উপকরণ: ডিম ৪টি, ছোট আকারের ১টি আম, মরিচগুঁড়া সামান্য, লবণ পরিমাণমতো, পানি ১ কাপ, তেল ৩ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, টক দই ২ টেবিল চামচ, দুধ আধা কাপ, চিনি ১ চা-চামচ বা পরিমাণমতো, মিষ্টি দই ২ টেবিল চামচ ও পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ।

প্রণালি: আম খোসা ছাড়িয়ে টুকরা করে নিন। সামান্য মরিচগুঁড়া ও লবণ মেখে নিন। আধা কাপ পানি দিয়ে সেদ্ধ করে রাখতে হবে। আরেকটি পাত্রে তেল ও ঘি গরম করে নিন। সব বাটা ও গুঁড়া মসলা কষিয়ে নিন। দই, চিনি ও লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। আধা কাপ পানি অল্প অল্প করে দিয়ে কষিয়ে নিন। দুধ দিতে হবে। ফুটে উঠলে একটা একটা করে ডিম সাবধানে ভেঙে দিন, যেন ছড়িয়ে না যায়। এবার সেদ্ধ করা আম ও কিছু বেরেস্তা দিয়ে চুলা বন্ধ করে দিতে হবে।

Also Read: আমে ভাজা মাছ