জর্দা সেমাই
জর্দা সেমাই

জর্দা সেমাইয়ের রেসিপি

আর দশটা সকাল থেকে ঈদের দিন আলাদা। তাই সেদিন সকালের নাশতাটাও হওয়া চাই অন্য দিনগুলো থেকে ভিন্ন। কিছু খাবার আছে, যা ঈদের দিন আমরা ঐতিহ্যগতভাবেই খেয়ে থাকি, আবার সেখানে যুক্ত হতে পারে নতুন নতুন পদ। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেলে ঈদের সকালের রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার

উপকরণ

সেমাই ১ প্যাকেট, চিনি ১ কাপ, ঘি সিকি কাপ, এলাচি ৫টি, দারুচিনি ২ টুকরা, কিশমিশ ২ টেবিল চামচ, কাঠবাদামকুচি ২ টেবিল চামচ, পেস্তাকুচি ২ টেবিল চামচ, কোরানো নারকেল সিকি কাপ, লবণ ১ চিমটি, পানি আধা কাপ, গুঁড়া দুধ ৩ টেবিল চামচ।

প্রণালি

সেমাই ছোট ছোট টুকরা করে নিন। একটু ধুয়ে পানি ঝরিয়ে নিন। চুলায় প্যান বসিয়ে তাতে ঘি গরম করুন। তাতে এলাচি ও দারুচিনি দিয়ে একটু নেড়ে সেমাই দিয়ে খুব দ্রুত হাতে নেড়ে ভাজতে থাকুন। ভাজার সঙ্গে সঙ্গে বাদাম, কিশমিশ দিন। সেমাই ভেজে ঝরঝরে হয়ে এলে এতে ফোটানো গরম পানি দিন। পানি টেনে এলে চিনি, নারকেল ও গুঁড়া দুধ দিয়ে বারবার নাড়তে হবে। চিনির কারণে সেমাইয়ে পানি ছাড়বে। এই পানি শুকিয়ে গেলে কড়াই চুলা থেকে নামিয়ে সেমাই ঠান্ডা না হওয়া পর্যন্ত কয়েকবার নাড়ুন। তাহলে সেমাই ঝরঝরে হয়ে যাবে। এরপর ডিশে তুলে ওপরে বাদামকুচি ছড়িয়ে পরিবেশন করুন।