কখনো এভাবে কাচকি মাছ ভেজে খেয়েছেন? দেখুন রেসিপি

রেসিপি দিয়েছেন আলপনা হাবিব

কাচকি মাছগুলো শুকনা টেম্পুরা মিক্সে গড়িয়ে নিন
ছবি: প্রথম আলো

উপকরণ: কাচকি মাছ ১ কাপ, লবণ সিকি চা-চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, টেম্পুরা মিক্স পরিমাণমতো, তেল ভাজার জন্য।

প্রণালি: প্রথমে কাচকি মাছ, লবণ ও লেবুর রস দিয়ে মেখে আধা ঘণ্টা রেখে দিন। এরপর কাচকি মাছগুলো শুকনা টেম্পুরা মিক্সে গড়িয়ে নিন। সব শেষে ডুবোতেলে মচমচে সোনালি করে ভেজে পরিবেশন করুন।