লিচুর টুকরা আধা কাপ, লিচুর রস ১ কাপ, পানি ৩ কাপ, লেবুর রস আধা কাপ, মধু ২ টেবিল চামচ, বরফের টুকরা প্রয়োজনমতো, পুদিনাপাতা ও লেবুর টুকরা সাজানোর জন্য।
একটি জগে লিচুর রস, পানি, লেবুর রস ও মধু ভালোভাবে মিশিয়ে নিন। সার্ভিং গ্লাসে লিচুর টুকরা ও পুদিনাপাতা দিয়ে আগে থেকে তৈরি করা মিশ্রণটি ঢেলে দিন। এবার বরফের টুকরা, পুদিনাপাতা ও লেবুর টুকরা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।