কাঁচা–পাকা টমেটো দিলেই বদলে যাবে বেলে মাছের স্বাদ, দেখুন রেসিপি

শীতের সবজি দিয়ে রাঁধতে পারেন দেশি বেলে মাছ। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

কাঁচা–পাকা টমেটোতে বেলে মাছ

তেল ওপরে উঠে এলে ধনেপাতা, কাঁচা মরিচকুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নিন
ছবি: সাবিনা ইয়াসমিন

উপকরণ: কাঁচা টমেটো ২০০ গ্রাম, পাকা টমেটো ১০০ গ্রাম, পানি পরিমাণমতো, বেলে মাছ ২৫০ গ্রাম, হলুদগুঁড়া ১ চা-চামচ, রসুনকুচি ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচকুচি ২টি।

প্রণালি: কাঁচা ও পাকা টমেটো টুকরা করে নিন। ধনেপাতা ও কাঁচা মরিচকুচি বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মেখে চুলায় বসিয়ে দিন। পরিমাণমতো পানি দিন। মাঝারি আঁচে ১৫-২০ মিনিট রান্না করুন। তেল ওপরে উঠে এলে ধনেপাতা, কাঁচা মরিচকুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নিন।