
পাঠকের সুখ–দুঃখ, হাসি–আনন্দ, পছন্দ, ভালোলাগা, ভালোবাসাসহ যে কোনো না বলা কথা শুনতে চায় মনের বাক্স। প্রতি সপ্তাহে পাঠকের পাঠানো সেসব লেখা থেকে নির্বাচিত কিছু লেখা আজ প্রকাশিত হলো এখানে
শ্রাবণের ধারার মতো আমিও কেঁদেছিলাম সেই ঘুটঘুটে অন্ধকার রাতে। যে রাতে তোমার বিয়ের কথা পাকাপোক্ত হয়েছিল। জানো হে প্রিয়, তোমাকে না বলা কথাগুলো আমাকে জ্বালিয়ে–পুড়িয়ে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি খুব অবাক হয়েছি, মাত্র পাঁচ–ছয় দিনের পরিচয়ে তুমি আমার হাজার বছরের চেনা হয়ে গেলে। আমাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল তোমাদের বাড়ি লাগোয়া রাস্তায় পেয়ারাগাছটার কাছে। সাক্ষাতের পাঁচ মিনিট পরই অঝোরে ঝরছিল বৃষ্টি। আমার মন বারবার বলছিল, রিমঝিম এ বৃষ্টিতে তুমি আরেকবার আসবে। অবশেষে তুমি এলে, দেখলে এবং আমার মন জয় করলে। বিশ্বাস করো, তোমাকে দেখার পর পৃথিবীটাই যেন আমার বদলে গেছে। এর আগে তো এমন কখনো হয়নি। তোমাকে দেখার পর আমার মন সারাক্ষণ তোমাকে নিয়েই ভাবে। কিন্তু তোমায় মুখ ফুটে বলতে পারিনি। আজ হাজারো পাঠক ও প্রিয় বন্ধুদের সাক্ষী রেখে বলছি, আরিফা শোনো, বড্ড ভালবাসি তোমাকে। হ্যাঁ, শুধু তোমাকে নিয়েই আমার শেষনিশ্বাস অবধি বাঁচতে চাই।
রাশেদুল ইসলাম, বীরগঞ্জ, দিনাজপুর
পৌষের কাকাডাকা ভোরে রবির কিরণ যখন জানালা দিয়ে আমার নয়ন স্পর্শ করল, তখন আমার নিদ্রার সমাপ্তি হলো। চোখ মেলে দেখি, বাইরে শিশিরভেজা ঘাসগুলো রবির আলোয় চিকচিক করছে। কতই-না সুন্দর লাগছিল সেই দৃশ্য। সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টির মহিমা একেই বলে বুঝি। শীতের সকালে বিছানা ছেড়ে উঠতে কারই-বা মন চায়? ঘুম ঘুম চোখে যখন বিছানা ছেড়ে উঠতে মন চাচ্ছিল না, তখন মধুর কণ্ঠে কে যেন বলল, ‘ভাইয়া ওঠেন। নাশতা করবেন না?’
নয়ন মেলে দেখি, সুন্দর একটি মেয়ে। যার নিষ্পাপ চাহনি, হরিণী চোখ, গোছালো চুল, কপালে লাল টিপ, পরনে হালকা আকাশি রঙের জামা, ঠোঁটে লাল লিপস্টিক। দেখে আমার চোখ আর ফেরাতে পারছিলাম না। মনের অজান্তে কখন যে তাকে ভালোবেসে ফেলেছি, তা নিজেই জানি না। আমার কাছে মনে হলো, বিধাতা পৃথিবীর সব সুন্দর যেন তাকে দিয়েছেন। সেই থেকে আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা তাকে দিয়েছি। সেই মধুর স্মৃতিগুলো এখনো আমার হৃদয়ে দোলা দেয়।
মো. আজিজুল হাকিম, বড়াইগ্রাম, নাটোর
‘তুমি আমার প্রমিলা দেবী, আমি তোমার কাজী নজরুল ইসলাম’ বলেই আমাদের দুজনের সম্পর্ক শুরু হয়েছিল। ভিন্ন ধর্মের হয়েও দুজন দুজনকে অনেক ভালোবেসেছিলাম। কিন্তু সময়ের ব্যবধানে আমাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হলো। তুমিও বিয়ে করে ফেললে। কিন্তু তোমাকে কিছুতেই ভুলতে পারিনি আমি। ভীষণ মনে পড়ে তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো। আচ্ছা তোমার কি মনে পড়ে আমাকে? খুব জানতে ইচ্ছা করে।
মো. আরমান হোসেন, ঢাকা