
চলচ্চিত্র পরিচালক নার্গিস আক্তার। তাঁর ছেলে খান নাফিজ ইমরান, প্রকৌশলী। আজকের দুই প্রজন্মে থাকছে তাঁদের বিভিন্ন পছন্দ-অপছন্দের বিষয়।
১. যাঁদের অভিনয়ে মুগ্ধ...
নার্গিস আক্তার: বাংলাদেশে আলমগীর ও ববিতা। ভারতে নাসিরুদ্দিন শাহ ও শাবানা আজমি প্রিয়।
ছেলে: আলমগীর, শাহরুখ খান ও অমিতাভ বচ্চন।
২. প্রিয় খাবার…
নার্গিস আক্তার: খাবার খেতে আমরা দুজনেই বেশ পছন্দ করি তা সে যে খাবারই হোক না কেন। রেস্তোরাঁয় খাবার খেতে যাওয়া হয় প্রায়ই।
ছেলে: গরুর মাংসের যেকোনো পদ। এ ছাড়া কাচ্চি বিরিয়ানি, ফিশ অ্যান্ড চিপস।
৩. কোথায় বারবার যেতে চাই…
নার্গিস আক্তার: সমুদ্রের পারে।
ছেলে: সমুদ্রই বেশি টানে।
৪. পরস্পরের প্রিয় দিক...
নার্গিস আক্তার: একে অপরের সঙ্গে প্রতিটা কথাই শেয়ার করা হয়। যেকোনো কথা বলা যায়।
ছেলে: মাকে যেকোনো বিষয়ে বলতে পারি। মা বোঝে সব।
৫. প্রিয় সংগীতশিল্পী...
নার্গিস আক্তার: লোকগানই বেশি প্রিয়। বিভিন্ন জায়গায় পথে-প্রান্তরে যারা বাউল গান করে, তারাই বেশি প্রিয়।
ছেলে: পাকিস্তানি শিল্পী জেরিন ভিখা।
৬. প্রিয় মুহূর্ত...
নার্গিস আক্তার: যখন আমার প্রথম ছবি মেঘলা আকাশ মুক্তি পেল।
ছেলে: ক্লাস ফাইভে ফল প্রকাশের মুহূর্তটা।
৭. অবসর যেভাবে কাটাই...
নার্গিস আক্তার: পরিবারের সঙ্গে আড্ডা দেওয়া হয় ঘরে থাকলে এবং বাইরে বন্ধুদের সঙ্গে।
ছেলে: পরিবার ও বন্ধুদের সঙ্গেই অবসর কাটানো হয়।
৮. যে সিনেমা বারবার দেখা হয়…
নার্গিস আক্তার: কাভি খুশি কাভি গাম।
ছেলে: কাভি খুশি কাভি গাম।