দুইপ্রজন্ম

'বনপাংশুল' বাবা-মেয়ে দুজনেরই প্রিয়

মেয়ে এশা ইউসুফের সঙ্গে বাবা নাসির উদ্দীন ইউসুফ। ছবি: খালেদ সরকার
মেয়ে এশা ইউসুফের সঙ্গে বাবা নাসির উদ্দীন ইউসুফ। ছবি: খালেদ সরকার
মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ । তাঁর মেয়ে এশা ইউসুফ, দেশের বাইরে থেকে পড়াশোনা করে এসে এখন চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে যুক্ত আছেন। ‘দুইপ্রজন্ম’ বিভাগে আজ থাকছে তাঁদের কথা

. বিজয়কে কীভাবে উপলব্ধি করেন?

নাসির উদ্দীন ইউসুফ: বিজয়কে গৌরবের দিন মনে করি। সেই সঙ্গে বেদনারও। বিজয়ের দিনে অনেককে হারিয়েছি। এর মধ্যে আমার নিজের অনেক ঘনিষ্ঠজনও ছিলেন।

এশা ইউসুফ: আমি মুক্তিযুদ্ধ দেখিনি। তবে মুক্তিযোদ্ধা পরিবারে বেড়ে উঠেছি। দেখেছি অনেক মুক্তিযোদ্ধাকে। তাঁদের কাছে শুনেছি অনেক গল্প। তাই আমার কাছেও বিজয়টা গৌরবের।

. যে বই বারবার পড়তে ভালো লাগে?

নাসির উদ্দীন ইউসুফ: লিও তলস্তয়ের ওয়ার অ্যান্ড পিস বারবার পড়া হয়।

এশা ইউসুফ: ছোটবেলা থেকে আমি প্রচুর বই পড়েছি। তবে সবচেয়ে বেশি যে বইটি পড়ি, তা পিটার কুকের মহাভারত। কলকাতা বইমেলা থেকে ১২ বছর বয়সে বইটি কিনেছি।

. যাঁদের ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে

নাসির উদ্দীন ইউসুফ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাওলানা আবদুল হামিদ খান ভাসানী—এই দুজন মানুষের ব্যক্তিত্ব আমাকে বরাবরই মুগ্ধ করে।

এশা ইউসুফ: অবশ্যই বাবা-মা। এর বাইরে অমিতাভ রেজার ব্যক্তিত্বও আমাকে বেশ মুগ্ধ করে।

. প্রিয় বন্ধু...

নাসির উদ্দীন ইউসুফ: আমার প্রিয় বন্ধু সেলিম আল দীন। আমার ব্যক্তিজীবনে সে নানাভাবে ভূমিকা রেখেছে।

এশা ইউসুফ: আমার বেশির ভাগ বন্ধু দেশের বাইরে। ঢাকায় আমার প্রিয় বন্ধু কামাল শামস।

. প্রিয় মানুষ

নাসির উদ্দীন ইউসুফ: আমার মেয়ে এশা ইউসুফ।

এশা ইউসুফ: শাওন মাহ্‌মুদ।

. বেড়ানোর জন্য সবচেয়ে ভালো লাগার জায়গা

নাসির উদ্দীন ইউসুফ: দেশের মধ্যে সিলেট। দক্ষিণ ভারতের কেরালা ও তামিলনাড়ু এলাকায় বেড়াতে বেশি ভালো লাগে।

এশা ইউসুফ: আমি ঘুরতে খুব ভালোবাসি। হাতে টাকা হলেই ঘুরতে বেরিয়ে পড়ি। সবচেয়ে পছন্দের জায়গা কলকাতা।

. বেড়াতে গেলে অবসর সময়টাতে কী করেন?

নাসির উদ্দীন ইউসুফ: আমি খেতে পছন্দ করি। কোথাও বেড়াতে গেলে অবসর সময়ে সেই দেশের ঐতিহ্যবাহী খাবার খাই।

এশা ইউসুফ: বই পড়ি, সিনেমা দেখি।

. দেশকে নিয়ে যে গান বারবার শুনি...

নাসির উদ্দীন ইউসুফ: বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ বারবার শুনি। এ ছাড়া ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ আর ‘ধনধান্য পুষ্পভরা’ গান দুটিও ভালো লাগে।

এশা ইউসুফ: ক্রিপটিক ফেইটের ‘চলো বাংলাদেশ’ গানটা বারবার শুনি।

. প্রিয় গায়ক-গায়িকা?

নাসির উদ্দীন ইউসুফ: প্রিয় শিল্পী আলতাফ মাহমুদ ও সাবিনা ইয়াসমীন। মানবেন্দ্র মুখোপাধ্যায় ও কবির সুমনের গানও ভালো লাগে।

এশা ইউসুফ: জিম মরিসন এবং আমার মা শিমূল ইউসুফ।

১০. সবচেয়ে বড় সমালোচক...

নাসির উদ্দীন ইউসুফ: আমার স্ত্রী শিমূল ইউসুফই আমার সবচেয়ে বড় সমালোচক।

এশা ইউসুফ: বাবা-মা।

১১. প্রিয় মঞ্চনাটক?

নাসির উদ্দীন ইউসুফ: বনপাংশুল আমার প্রিয় মঞ্চনাটক।

এশা ইউসুফ: বনপাংশুল। এ ছাড়া প্রাচ্যনাটের সার্কাস সার্কাস নাটকটিও আমার খুব প্রিয়।

১২. প্রিয় লেখক...

নাসির উদ্দীন ইউসুফ: হাসান আজিজুল হক। তাঁর ছোটগল্পগুলো আমার বেশ ভালো লাগে।

এশা ইউসুফ: হেনরি মিলার।

১৩. প্রিয় সিনেমা...

নাসির উদ্দীন ইউসুফ: সত্যজিৎ রায়ের চারুলতাআর ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা প্রিয় সিনেমা।

এশা ইউসুফ: সত্যজিৎ রায়ের নায়ক