শবনম ফারিয়ার বিয়ের ১০টি ছবি

বিয়ে করেছেন আলোচিত মডেল ও অভিনয়শিল্পী শবনম ফারিয়া। পাত্র তানজিম তৈয়ব দেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। ১৯ সেপ্টেম্বর রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত একটি মসজিদে তিনি ও তানজিম তৈয়ব বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ সময় দুই পরিবারের নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। তাঁদের বিয়ের ১০টি ছবি দেখুন এখানে।

হাতের মেহেদিতে বিয়ের আমেজ
ছবি: নেহা’জ মেহেদি ডিজাইন
কনের সাজে শবনম ফারিয়া
রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত একটি মসজিদে বিবাহবন্ধনে আবদ্ধ হন শবনম
শবনম ফারিয়ার বর তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তানজিম তৈয়ব
বর্তমানে দেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত তানজিম
ফারিয়া জানালেন, একেবারেই হঠাৎ সিদ্ধান্ত সীমিত উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তাঁরা
শবনম ফারিয়া ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে, এরপর জনপ্রিয়তা নিয়ে পা রাখেন অভিনয়ে
অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমা দিয়ে শবনমের অভিষেক হয় বড় পর্দায়
বর–কনেকে সাজিয়েছেন রূপসজ্জাকর জাহিদ খান