হলিউড ও বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া মঞ্চে উঠে নেচেছেন। বিয়ের প্রি–ওয়েডিংয়ে কনসার্ট করেছেন নিক জোনাস, তা–ও আবার একেবারে ফ্রি! হ্যাঁ, প্রিয়াঙ্কার একমাত্র ছোট ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়েতে নেচেছেন এই তারকা। একমাত্র ভাইয়ের বউয়ের লেহেঙ্গা, গাউন, শাড়ি, ঘোমটা, চুলও ঠিক করে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে সেসব ছবি আর ভিডিও। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক প্রি-ওয়েডিংয়ের বিভিন্ন আয়োজন।

ছবি: ইনস্টাগ্রাম থেকেসূত্র: বলিউড হাঙ্গামা ও ইন্ডিয়া ডটকম