দুবার বিয়ে ভেঙে যাওয়ার পর অবশেষে বিয়ে করলেন প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ

হলিউড ও বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া মঞ্চে উঠে নেচেছেন। বিয়ের প্রি–ওয়েডিংয়ে কনসার্ট করেছেন নিক জোনাস, তা–ও আবার একেবারে ফ্রি! হ্যাঁ, প্রিয়াঙ্কার একমাত্র ছোট ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়েতে নেচেছেন এই তারকা। একমাত্র ভাইয়ের বউয়ের লেহেঙ্গা, গাউন, শাড়ি, ঘোমটা, চুলও ঠিক করে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে সেসব ছবি আর ভিডিও। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক প্রি-ওয়েডিংয়ের বিভিন্ন আয়োজন।

অবশেষে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেললেন প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে
দীর্ঘদিনের প্রেমিকা, ৩১ বছর বয়সী অভিনেত্রী নীলম উপাধ্যায়ের সঙ্গে অবশেষে গাঁটছড়া বাঁধলেন ৩৬ বছর বয়সী সিদ্ধার্থ
সিদ্ধার্থের হোটেল ব্যবসা আছে। সুইজারল্যান্ড থেকে হোটেল ম্যানেজমেন্টে উচ্চশিক্ষা নিয়েছেন। পেশাদার শেফ হিসেবেও নামডাক আছে তাঁর। এ ছাড়া বোন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে একটা প্রযোজনা প্রতিষ্ঠানও চালাচ্ছেন। এ জন্য যুক্তরাজ্যের লন্ডন থেকে চলচ্চিত্র নির্মাণ বিষয়ে কোর্স করেছেন। যদিও নিন্দুকেরা বলেন, বোন যতটা সফল, ভাই নাকি ততটাই ‘গুড ফর নাথিং’!
এদিকে তামিল ও তেলেগু সিনেমায় দেখা দিয়েছেন নীলম উপাধ্যায়। তবে সেসবের কোনোটাই বক্স অফিসে বিশেষ সুবিধা করতে পারেনি
ভাইয়ের বিয়ে উপলক্ষে জীবনসঙ্গী নিক জোনাস ও কন্যা মালতীকে নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে এসেছেন ভারতের মুম্বাইয়ে
মানারা চোপড়া বোন মিতালির সঙ্গে অংশ নিয়েছেন বিয়েতে
পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা প্রি-ওয়েডিংয়ের কোনো আনুষ্ঠানে উপস্থিত না থাকলেও এই দুজনকে দেখা গেছে বিয়ের আয়োজনে
এর আগে কণিকা মধুর নামে এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সিদ্ধার্থ। ২০১৪ সালে তাঁদের বিয়েও ঠিক হয়েছিল। কোনো এক অজানা কারণে সেই বিয়ে ভেঙে যায়। এরপর সিদ্ধার্থ তিন বছর প্রেম করেন ঈশিতা কুমার নামে আরেক তরুণীর সঙ্গে। ২০১৯ সালে এই জুটির বাগদানও হয়েছিল। দুবার বিয়ে ভেঙে যাওয়ার জন্য প্রাক্তনেরা সিদ্ধার্থকেই দায়ী করেন। সম্পর্ক ভাঙার বিষয়ে নাকি তাঁর ‘পিএইচডি ডিগ্রি’ আছে! অবশেষে ৭ ফেব্রুয়ারি ৫ বছরের প্রেমিকা নীলম উপাধ্যায়কে বিয়ে করলেন
প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া জানান, প্রিয়াঙ্কার সফলতার ক্ষতিপূরণ দিতে হয়েছে সিদ্ধার্থ চোপড়াওকে। কেননা মা–বাবা দুজনেই ব্যস্ত ছিলেন প্রিয়াঙ্কার পেশাজীবন আর তারকাখ্যাতি নিয়ে। অনেকটা একাই বড় হতে হয়েছে সিদ্ধার্থ চোপড়াকে। দীর্ঘ সময় ভুগেছেন বিষণ্নতা ও হতাশায়। কোনো সম্পর্কে থিতু হতেও অসুবিধা হতো। মধু চোপড়া প্রতিদিন ছেলের জন্য প্রার্থনা করতেন। অন্তর্মুখী স্বভাবের সিদ্ধার্থ পাদপ্রদীপের আড়ালে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন
২০২০ সালের শুরুতে ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় এই জুটির
হলুদের আয়োজনে…
সংগীতে ‘নিকিয়াঙ্কা’ ও অন্যরা
গায়েহলুদে প্রিয়াঙ্কা চোপড়া, সিদ্ধার্থ, নীলম ও মধু চোপড়া
নিক, প্রিয়াঙ্কা, সিদ্ধার্থ ও নীলম
কন্যা মালতীকে কোলে নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া
মামা সিদ্ধার্থ আদর করছেন ভাগনি মালতীকে
প্রিয়াঙ্কার বিয়েতে সিদ্ধার্থ

ছবি: ইনস্টাগ্রাম থেকেসূত্র: বলিউড হাঙ্গামা ও ইন্ডিয়া ডটকম