
করোনার এই সময়ে মানুষকে সুস্থ ও নিরাপদ রাখার উদ্দেশ্যে দারাজ অনলাইন কোরবানির হাট ক্যাম্পেইনে যুক্ত হলো এসিআই-এর শাইনেক্স ফ্লোর ক্লিনার। কোনো ক্রেতা দারাজ অনলাইন হাট থেকে এই কুরবানির ঈদে গরু কিনলেই সাথে পাচ্ছেন ফ্রি শাইনেক্স অ্যান্টিব্যাকটেরিয়াল ফ্লোর ক্লিনার যা মেঝেকে রাখে ঝকঝকে ও ধ্বংস করে ৯৯.৯% জীবাণু। এর মনমাতানো সৌরভ দূর করে মেঝেতে থাকা দুর্গন্ধ। শাইনেক্স ফ্লোর ক্লিনারের এই অফারটি পেতে ক্লিক করুন এখানে: https://click.daraz.com.bd/e/_6X6Mv