সানজিদা মাহমুদ নন্দিতা সংগীত জগতে এখন পরিচিত মুখ। কোক স্টুডিও বাংলায় ‘বুলবুলি’ ও ‘দাঁড়ালে দুয়ারে’ গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান। প্রথম আলোর আলোকচিত্রী কবির হোসেন ছবিতে তুলে ধরেছেন ব্যস্ততম সঙ্গীত শিল্পী নন্দিতার এক দিনের গল্প।
ছবি:কবির হোসেন
নিয়মিত রেওয়াজ করেন নন্দিতা
বিজ্ঞাপন
অবসরে বই পড়েন নন্দিতা
বিজ্ঞাপন
পোষা প্রাণীদের সঙ্গে নন্দিতাপোষা বিড়ালের সঙ্গে নন্দিতার দারুণ সখ্যসময় করে গাছের পরিচর্যা করেনহাস্যোজ্জ্বল নন্দিতাগানের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মঞ্চে গান গাইছেন নন্দিতা