
ফ্যাশন হাউস দেশালের অন্যতম উদ্যোক্তা ইশরাত জাহান। ভালোবাসেন ফুল, পাখি, লতা, পাতা। তাঁকে যাঁরা বিভিন্ন অনুষ্ঠানে দেখে থাকেন, তাঁরা নিশ্চয়ই খেয়াল করেছেন, সব সময়ই তাঁর চুলে গোঁজা থাকে ফুল। ফুল দিয়ে সাজ তাঁর বিশেষ পছন্দ। ‘প্রকৃতি আমাকে খুব টানে। তাই এই প্রাকৃতিক উপকরণ দিয়ে সাজতে বেশ ভালো লাগে,’ ২৭ এপ্রিল ফোনে আলাপকালে বলছিলেন ইশরাত জাহান।
ফুল, পাতা, লতা দিয়ে সম্প্রতি নান্দনিক নকশার কিছু গয়না তৈরি করেছেন এই ডিজাইনার। নিজের জন্য তৈরি এসব লতাপাতা আর ফুলের গয়না নিয়ে ফেসবুকে বানিয়েছেন একটা ছবির অ্যালবাম। নাম দিয়েছেন, ‘গয়না আছে লতাপাতায়, গয়না আছে ফুলকুঁড়িতে।’
জবার কুঁড়ির হার। সুই-সুতা দিয়ে নয়, শুধু আঙুলের নখে সুতা পেঁচিয়ে এই গয়না তৈরি করেছেন ইশরাত জাহান। জানালেন, এই এক গয়নাই ব্যবহার করা যাবে দুই দিন। প্রথম দিন ব্যবহারের পর রাতে পানিতে ভিজিয়ে রাখতে হবে।
পরের দিন সকালে ফুটে যাওয়া জবা ফুলে এই গয়নাই পাবে ভিন্ন রূপ।
ঝরাপাতাকে গোল করে ভাঁজ করে নিয়ে আগের পদ্ধতিতেই আঙুলে সুতা পেঁচিয়ে এই গয়না তৈরি করেছেন। পাতার ভেতরে গুঁজে দিয়েছেন রঙ্গন। ইশরাত জাহান জানালেন, আঙুলে সুতা পেঁচিয়ে গয়না বানানোর এই পদ্ধতি তিনি শিখেছেন ইউটিউব দেখে।
এই গয়না তৈরির গল্পটাও বেশ মজার। ঝরাপাতা আর কাঁচা পাতা কুড়িয়ে এনে রেখেছিলেন বইয়ের পাতায়। একসময় শুকিয়ে তা কাগজের মতো হয়ে এল। এবার জামার গলার পাইপিনের মতো ভাঁজ করে চিকন কাপড়ে এই পাতাগুলো সারি বেঁধে সেলাই করে ইশরাত জাহান তৈরি করলেন পাতার হার।