Thank you for trying Sticky AMP!!

অক্ষতার পোশাক নিয়ে যত মাথাব্যথা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পর ঋষি সুনাক প্রথমবারের মতো জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারত সফর করছেন, সঙ্গে আছেন ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী অক্ষতা মূর্তি। ‘ভোগ ইন্ডিয়া’র ডিজিটাল সংস্করণে চলছে অক্ষতার ভারত সফরের পোশাকের আলোচনা। এক নজরে দেখে নেওয়া যাক সেসব...

স্কার্ট অক্ষতার প্রিয় পোশাকের একটি। অক্ষতার যত ছবি সামাজিক যোগাযোমাধ্যমে প্রকাশিত হয়েছে, তার মধ্যে গড়ে প্রতি তিনটি ছবির একটিতে তিনি স্কার্ট পরেছেন। দিল্লীতে অবতরণের সময়ও তাঁর পরনে ছিল স্কার্ট
ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে অক্ষতার প্রথম অফিসিয়াল ভারত সফরের প্রথম দিনে পরনে ছিল ফুলেল নকশাদার স্কার্ট ও নীলচে আভার সাদা শার্ট
ওই দিনই বিকেলে তাঁকে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যায় ব্রিটিশ কাউন্সিলে শিশুদের সঙ্গে ফুটবল খেলতে। তখনো তাঁর পরনে ছিল উজ্জ্বল গোলাপি আর লাল রঙা স্কার্ট
অক্ষতার এই লুক নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছে। হালকা গোলাপি রঙের এই শাড়িতেই নাকি সবচেয়ে বেশি মানিয়েছে তাঁকে। শাড়িটি ভারতীয় ব্র্যান্ড র ম্যাংগো থেকে নেওয়া। ফ্যাশন সমালোচকদের মতে, এই শাড়ি নাকি ‘ম্যাড়মেড়ে’, অনেক ভালো বিকল্প ছিল
এরপর অক্ষতা দেখা দিয়েছেন একেবারেই সাধারণ একটি সালোয়ার–কামিজ আর ওড়নায়। দেখে কে বলবে, ৪২ বছর বয়সী এই নারী বিশ্বের সবচেয়ে ধনীদের একজন! এই পোশাককে তো কোনোভাবেই মেনে নিতে পারছেন না ফ্যাশনবোদ্ধারা
অক্ষতার এই থ্রি পিস মোটেও সন্তুষ্ট করতে পারেনি নেটিজেনদের
লাল স্কার্ট আর নীল টপেও দেখা দিয়েছেন তিনি। এটিও নাকি একটি ‘ক্লিশে’ পছন্দ। ভারত সফরে অক্ষতার সব পোশাকই নাকি কমবেশি একঘেয়ে
মার্বেল প্রিন্টের বাটন ডাউন স্টাইলের একটা লাইলাক ড্রেসেও দেখা দিয়েছেন তিনি। কিঞ্চিৎ ওভারসাইজড পোশাকটিতে নাকি বেখাপ্পা লাগছে অক্ষতাকে। পোশাকের রং বা ডিজাইন—কোনোটাই নাকি মানায়নি

কম দামি, টেকসই, নারী উদ্যোক্তাদের পোশাক

অক্ষতা যেসব পোশাক পরেছেন, এসবের প্রায় সবই নারী ডিজাইনারদের তৈরি। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ডিজাইনার মানিমেকালা ফুলার ও রিয়া ভট্টাচার্য দুটি পোশাকের ডিজাইন করেছেন। বাকি পোশাকগুলো টেকসই পরিবেশবান্ধব তবে অপ্রতিষ্ঠিত ব্র্যান্ড থেকে নেওয়া। মাত্র কয়েক হাজার টাকা দিয়েই কেনা যায় এসব পোশাক। তাই তো ‘ভোগ ইন্ডিয়া’র পোস্টের নিচে একজন লিখেছেন, ‘এসব পোশাকের আড়ালে তিনি নিজের ধনসম্পদ লুকাতে চান।’

তীব্র সমালোচনা ও স্টাইলিশ রাখার পরামর্শ

ভারত সফরে অক্ষতার পরা এসব পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র সমালোচনা। ‘ভোগ ইন্ডিয়া’র পোস্টের নিচে আরেকজন লিখেছেন, ‘টাকা থাকলেই রুচি কেনা যায় না। আমরা কফি খেতে গেলেও এরচেয়ে সুন্দর জামাকাপড় পরে যাই।’

আরেকজন লিখেছেন, ‘তাঁর উচিত একজন ভালো স্টাইলিশ রাখা। যা খুশি তা–ই পরছেন, কোনো ফ্যাশন সেন্সের বালাই নেই।’

আরেকটি মন্তব্য এ রকম, ‘তাঁর তো ফিগার ভালো। অনেক সুন্দর সুন্দর পোশাক পরার সুযোগ ছিল। তাঁর ফ্যাশন সেন্সকে “গ্রেস মার্ক” দিয়েও পাস করানো যায় না। মাত্র একটাই শাড়ি পরেছেন, তা–ও দেখে ঘুম পাচ্ছে। এসব কোনো পোশাক হলো?’

Also Read: ব্লাউজ ছাড়া শাড়িই উদ্‌যাপিত হলো ‘ভোগ ইন্ডিয়া’র প্রচ্ছদে