লিখুন আপনার স্বপ্ন, দেখুন প্রথম আলোয়

ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে প্রথম আলোর পাঠক উৎসব। থাকছে জনপ্রিয় শিল্পীদের গান, নৃত্য, চলচ্চিত্র তারকাদের উপস্থিতি, চরকির চলচ্চিত্র প্রদর্শনী, ফ্ল্যাশমব, ম্যাজিক শো, ছবির প্রতিযোগিতা, বইমেলা, কুইজসহ নানা আয়োজন । বিভিন্ন স্টলে নানা ধরনের গেমসে অংশ নিয়ে আছে পুরস্কার জেতার সুযোগ। স্বপ্ন নিয়ের স্টলে পাঠকেরা লিখছেন তাঁদের স্বপ্নের কথা। মেলা চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।

আদর্শ শিক্ষক হতে চান তিনি
ছবি: প্রথম আলো
তানভীরের স্বপ্ন কি পূরণ হবে?
রাইয়ান সফটওয়্যার বানাতে চান
তরুণদের জন্য মোহাম্মদ আলীর আহ্বান
আহনাফ নিজেকে প্রথম আলোয় দেখতে চায়! দেখা হলো তো?
শাম্মা দেবেন মনের চিকিৎসা
বিসমাহ বিজ্ঞানী হতে চায়
কাব্যিক স্বপ্ন
প্রথম আলোয় সাফানার প্রথম লেখাটা প্রকাশিত হয়ে গেল
শ্রেয়া নিজের মতো করে শুভেচ্ছা জানিয়েছে প্রথম আলোকে
মেধা বিজ্ঞানী হতে চায়
আজফার হবে ক্রিকেটার
সাফোয়ান বিজ্ঞানী হবে!
সানজিদার স্বপ্নটা আদতে আমাদের সবার
নোমানের স্বপ্নটা সহজ, সুন্দর