দেড় বছর ধরে আন্তর্জাতিক ভ্রমণে ছিল নিষেধাজ্ঞা। আর তাই প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও ভ্রমণপিপাসুরা মহামারিকালের বিধিনিষেধে বেশির ভাগ সময় কাটিয়েছেন কল্পনায়, স্মৃতিতে অথবা ট্রাভেল ভ্লগ দেখতে দেখতে। অনেকটা দুধের সাধ ঘোলে মেটানোর মতো। অনেক জল্পনাকল্পনার পর ধীরে ধীরে তুলে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক ভ্রমণের নিষেধাজ্ঞা। এদিকে ভ্রমণপিপাসুদের যেন আর তর সইছে না! পিঠে ব্যাগ ঝুলিয়ে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়তে ব্যাকুল তাঁরা।
অনেক দিন বিদেশ ভ্রমণ স্থগিত থাকার পর প্রায় সব দেশই নিজেদের সীমান্ত খুলে দিচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে নেপাল, তুরস্ক, মালদ্বীপ, দুবাই—এই চার দেশ ইতিমধ্যে নিজেদের সীমানা খুলে দিয়ে স্বাগত জানাচ্ছে বিশ্বের সব প্রান্তের ভ্রমণপিপাসুদের। দীর্ঘদিনের বন্দিদশা কাটিয়ে একটু ভ্রমণ করতে পর্যটকদেরও যেন কোনো ক্লান্তি নেই। অন্তত পর্যটকদের উৎসাহ তো এ কথারই জানান দেয়। অপূর্ব সুন্দর এই দেশগুলো সারা বিশ্বের পর্যটকদের পছন্দের তালিকায় সবার শীর্ষেই থাকে। হিমালয়ঘেরা নেপাল, নীল সাগরের মধ্যবর্তী মালদ্বীপ থেকে শুরু করে ভূমধ্যসাগরের তীরবর্তী তুরস্কের ঐতিহাসিক সৌন্দর্য ও মরুভূমির মাঝের আধুনিক শহর দুবাই—ভ্রমণপ্রিয় সব মানুষই চায় এসব সৌন্দর্য জীবনে একবার হলেও নিজের চোখে দেখতে।
কোথাও ঘুরতে গেলে সবাই প্রথমেই চায় ফ্লাইটটা যাতে হয় আরামদায়ক। বিদেশগামী কোনো ফ্লাইট বেছে নেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় সবাই বেশ গুরুত্ব দিয়ে দেখেন। এসবের মধ্যে রয়েছে টিকিটের দাম, লম্বা কোনো গন্তব্যের ক্ষেত্রে ট্রানজিট এয়ারপোর্ট ও তার সময়কাল, গন্তব্যের স্থানে থাকা–খাওয়ার খরচ ইত্যাদি। পৃথিবীর অনেক দেশেই এখন বিদেশীদের প্রবেশের আগে আরটি-পিসিআর টেস্ট করা বাধ্যতামূলক। আর তাই বিদেশগামীরা চান খুব বেশি ঝামেলা ছাড়াই টেস্ট করিয়ে নিতে।
গো জায়ানের ওয়েবসাইটে গিয়ে একজন ভ্রমণকারীকে শুধু তাঁর গন্তব্য, ফ্লাইটের তারিখ ও যাত্রীর সংখ্যা দিতে হবে। এরপর সার্চ রেজাল্টে পেয়ে যাবেন বিভিন্ন রকমের ফিল্টার। এই ফিল্টারগুলোর সাহায্যে একজন যাত্রী খুব সহজেই নিজের মনের মতো ফ্লাইট বেছে নিতে পারবেন। বাজেটের মধ্যে, নিজের সময় আর স্বাচ্ছন্দ্য অনুসারে ফ্লাইটের সময় মিলবে। এসব ছাড়াও একজন বিদেশগামী যাত্রী খুব সহজেই তাঁর নিজের পছন্দের এয়ারলাইনস, এয়ারক্রাফটও বেছে নিতে পারবেন। এসবই সম্ভব গো জায়ানের ওয়েবসাইটে ফিল্টারের মাধ্যমে। পছন্দের ফ্লাইট টিকিটের বুকিং করে অনলাইনে টাকা পরিশোধ করার সঙ্গে সঙ্গেই একজন গ্রাহক ই–মেইলের মাধ্যমে পেয়ে যাবেন ইনস্ট্যান্ট কনফারমেশন ও ফ্লাইটের ই-টিকিট।
এখন ফ্লাইট বুকিংয়ের সঙ্গেই আরটি-পিসিআর টেস্টয়ের বুকিং করা সম্ভব। গো জায়ান ওয়েবসাইট থেকেই এখন বিদেশগামী যাত্রীরা আন্তর্জাতিক ফ্লাইট বুকিংয়ের সঙ্গে সরকার অনুমোদিত ল্যাবগুলো থেকে আরটি-পিসিআর টেস্টের বুকিংও করতে পারবেন। টেস্ট বুকিংয়ের সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন ইনস্ট্যান্ট ভাউচার। আর এ টেস্টের সময় হবে ফ্লাইটের সময়ের সঙ্গে সমন্বয় রেখেই।
দেশের বাইরে ভ্রমণ করা ও পৃথিবী দেখার অভিজ্ঞতা সব সময়েই হয় খুবই উত্তেজনাপূর্ণ। তাই সেই ভ্রমণের ফ্লাইট বুকিং প্রক্রিয়াটি আরও অনায়াসে সম্পন্ন করতে যাত্রীদের ঝামেলা কমিয়ে প্রতিনিয়ত নতুন নতুন সুবিধা যোগ করে ফ্লাইট বুকিংয়ে নতুনত্ব আনছে গো জায়ান।
আর এখন দেশের বাইরে ভ্রমণে খুব সহজেই টিকিট বুকিং করতে ভিজিট করুন গো জায়ানের ওয়েবসাইট।
https://www.gozayaan.com/?utm_source=prothomalo&utm_medium=content&utm_campaign=int%27l+flight