১২ ছবিতে দেখে নিন মালদ্বীপ

সমুদ্রের মধ্যে আস্ত একটা দেশ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সেই দেশটির নাম মালদ্বীপ। ছোট ছোট প্রায় ১ হাজার ২০০ দ্বীপের সমন্বয়ে এই দেশ গড়ে উঠেছে। রাজধানীর নাম মালে। ৬ দশমিক ৮ বর্গকিলোমিটারের এই রাজধানী শহরই তুলনামূলক জনবহুল। মালের পর মাফুসি দ্বীপে কিছুটা গমগমে ভাব মেলে। পুরো দেশের দ্বীপগুলো পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে। সাজানো গোছানো এই দেশের কিছু ছবি দেখে নিন এখানে।

মালদ্বীপে প্লেন থেকে নেমেই অতিথিরা ছবি তুলতে দাঁড়িয়ে পড়েন এই ঘাটে। অভিনেত্রী টয়াকেও দেখা গেল সেখানে
ছবি: সুমন ইউসুফ
মালদ্বীপ বিমানবন্দরে নেমেই আপনাকে এই সমুদ্রকূল থেকে নির্দিষ্ট দ্বীপে যাওয়ার জন্য স্পিডবোটে উঠতে হবে
এই দ্বীপটির নাম মাফুসি। এই দ্বীপের একাংশে স্থানীয় অধিবাসীদের দেখা মিলবে
বিকিনি বিচের এই এলাকায় বিদেশিরা থাকতে পারেন ইচ্ছামতো পোশাকে। তবে লোকালয়ে গেলে পোশাকে মার্জিতভাব থাকা চাই। ছবিতে বিকিনি বিচে সানবাথ নিচ্ছেন অতিথিরা
ঝরঝরে রোদের মধ্যে হঠাৎ আকাশ কালো করে মেঘ জমল ওহলু ভ্যালিতে
এরপরই ঝুম বৃষ্টি। কিছুক্ষণ পর অবশ্য আকাশের অবস্থা দেখে কেউ ভাবতেই পারবেন না এখানে মুষলধারে বৃষ্টি হয়েছে!
সমুদ্রে ঘেরা এই দেশে পর্যটকদের আকর্ষণ করতে আছে নানা রকম ওয়াটার অ্যাকটিভিটি
সান সিয়াম ওহলুভ্যালি নামের এই রিসোর্টে অভিনয়শিল্পী দম্পতি শাওন–টয়ার মতো আপনিও বসে থাকতে চাইবেন ঘণ্টার পর ঘণ্টা
একদিকে সি লেটুসের বাগান, অন্যদিকে সমুদ্রের নীল জলরাশি আপনাকে নিয়ে যাবে ঘোরের মধ্যে
মালদ্বীপের মূল আকর্ষণ যেন এই ওয়াটার ভিলা। মালদ্বীপ বেড়াতে যাওয়া যে কেউ পানির ওপর এমন ঘরে থাকতে চাইবেন
নির্দিষ্ট পরিমাণ পয়সা খরচ করে হোটেলের তরফ থেকে এমন রোমান্টিক পরিবেশে বসে রাতের খাবার খেতে পারবেন প্রিয়জনের সঙ্গে
দ্বীপ দেশটির সবখানে এমন মায়াবী পরিবেশ আপনাকে আনন্দে ভরিয়ে রাখবে