মডেল: নাসিম খান ও আয়মান
মডেল: নাসিম খান ও আয়মান

বাবাকে নিয়ে লিখুন, প্রকাশিত হবে প্রথম আলোতে

আমাদের আচরণে, লক্ষ্য নির্ধারণে কিংবা দৃষ্টিভঙ্গি গঠনে—নানাভাবেই প্রভাব ফেলেন বাবা। আমরা অনেকে বাবার মতো হতে চাই, বাবার ‘না–বলা’ স্বপ্নটা পূরণ করতে চাই। অজান্তেই বাবার দেখানো পথে পা বাড়াই। আবার অনেক সময় দেখা যায়, বাবাকে হারানোর পর নিজের জীবনে তাঁর অবদান আমরা উপলব্ধি করি।

কীভাবে জেনে বা না জেনে বাবাকে অনুসরণ করছেন, করেছেন? হয়তো বাবা যে পেশায় আছেন, সে পেশাতেই জীবন গড়তে চেয়েছেন আপনি। বাবার শিক্ষাপ্রতিষ্ঠানেই পড়েছেন। কিংবা বাবার অপূর্ণ স্বপ্নটা পূরণ করতে দিনরাত পরিশ্রম করছেন। বাবাকে নিয়ে এসব গল্পই লিখে ফেলার সুযোগ এসেছে এবার।

আপনার ও আপনার বাবার কথা লিখে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। সঙ্গে পাঠাতে হবে আপনাদের দুজনের ছবিও। আসছে ‘বাবা দিবস’ উপলক্ষে নির্বাচিত লেখা ও ছবিগুলো প্রকাশিত হবে প্রথম আলোতে। লেখা পাঠাতে হবে আগামী ১১ জুনের মধ্যে।

লেখার সঙ্গে অবশ্যই পুরো নাম, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রের নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করতে হবে।

লেখা পাঠানোর ই–মেইল: swapno@prothomalo.com