ইরফান সাজ্জাদ এই সময়ের তরুণ অভিনেতাদের মধ্যে অন্যতম। নাটক, সিনেমা, ওয়েব সিরিজে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি একদিন এই অভিনেতার পিছু নেয় প্রথম আলোর ক্যামেরা। অভিনেতা সাজ্জাদ ছাড়াও স্বামী বা বাবা হিসেবে তিনি কেমন, সেসবই ধরা পড়ল সেখানে। ইরফান সাজ্জাদ তাঁর স্ত্রী শারমিন ও ছেলে আযলান হোসেনকে নিয়ে একাধিক মুডে ধরা দিলেন। ছবির গল্পে শুটিংয়ের ফাঁকে অভিনেতা ইফরান সাজ্জাদকে ক্যামেরাবন্দী করেছেন আলোকচিত্রী কবির হোসেন