
মনের মাঝে মাঝে মাঝেই
তীব্রভাবে ইচ্ছে করে
বন পাখিদের গান শোনাব
প্রবলভাবে ইচ্ছে করে স্বপ্নচরে
হরেক রঙের ঘুড়ি উড়াব
কখনো বা ভাবি আমি মনমাঝি
অকূল পাথারে নাও ভাসাব।
আবার কখনো কখনো ইচ্ছে করে
দূরন্ত ঘোড়া হয়ে মরুভূমি দেব পাড়ি
ইচ্ছে করে হয়ে ইচ্ছেঘুড়ি
দ্যুলোক-ভ্যূলোক যাব ছাড়ি,
কখনো কখনো ভাবি পাখি হয়ে
উড়াল দেব আকাশে
সবেগে ছুটব অনন্তের পানে
কখনো কখনো ভাবি
সেসব কখনোই কি হবে
যা আছে মনে।