Thank you for trying Sticky AMP!!

এতিমখানার স্বেচ্ছাসেবক না হওয়ার আহ্বান জে কে রাওলিংয়ের

জে কে রাওলিং। ছবি: সংগৃহীত

এতিমখানায় স্বেচ্ছাসেবা প্রদান না করতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় লেখক জে কে রাওলিং। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিটে বক্তৃতা দিতে গিয়ে রাওলিং বলেন, আপনারা কেউ এতিমখানার স্বেচ্ছাসেবক হবেন না। উন্নত বিশ্বের জন্য এতিমখানা ধারণাটাই ক্ষতিকর। আপনারা জানেন, এতিমখানার মাধ্যমে একদল মানুষ অসহায় শিশুদের অর্থ লুটপাট করছে। এটা বন্ধ হওয়া উচিত। তা ছাড়া এতিমখানার মাধ্যমে শিশু পাচারের মতো মারাত্মক অপরাধ সংঘটিত হয় বলে অভিযোগ করেছেন জনপ্রিয় ‘হ্যারি পটার’ সিরিজের এই লেখক।

রাওলিং ‘লুমস’ নামে একটি দাতব্য প্রতিষ্ঠান পরিচালনা করেন। এই প্রতিষ্ঠানের ব্যানারে সম্প্রতি ‘হেল্পিং নো হেল্পিং’ নামে একটি প্রচারণা কার্যক্রম শুরু করেছেন তিনি। পর্যটকদের কাছ থেকে টাকা সংগ্রহের জন্য কীভাবে এতিমখানার শিশুদের ব্যবহার করা হয়, সেসবই তিনি তুলে ধরছেন এ প্রচারণায়। সূত্র: ইনডিপেনডেন্ট