গল্পকথা

আপু, একটা বলো গল্প

বেশি নয়, অল্প
গল্পটা চাই রাজার
রাজা করে বাজার
বাজার থেকে আনে সবজি
খায় ডুবিয়ে পুরো কবজি
সঙ্গে মিঠাই-দই
মাছে এনেছে—কই

কই মাছ খেতে খেতে
হাতে ফুটল কাঁটা
মন্ত্রী খেল ঝাঁটা।
সেই থেকে রাজার সঙ্গে
কেউ যায় না বাজারে
কে পেতে চায় সাজারে!

আপু বলল, তুমিই তো বললে গল্প।
আমি বলি, এটা তো অনেক অল্প।

গল্প হলো বেশ
এবার করি শেষ।

পঞ্চম শ্রেণি, মনিপুর উচ্চবিদ্যালয়, ঢাকা।