কবিতা

চলে যাব আমি বহুদূরে

অলংকরণ: অশোক কর্মকার
অলংকরণ: অশোক কর্মকার

চলে যাব আমি বহুদূরে ওই আকাশগঙ্গা
রাতের গভীরে তারার জীবন কালো ঘরবাড়ি;
চলে যাব আমি বহুদূরে ওই আকাশগঙ্গা—
পরকাল যেন দল বেঁধে নামে মৃত্যুমহল
কে দেবে আমার কিছু ভালোবাসা, সামান্য জল?
খুঁজেও পাই না বহু খুঁজে আমি বেদনার তল।
রাশি রাশি আলো আঁধারের মাঝে কালো গহ্বর;
চেয়ে চেয়ে দেখি অজানা আকাশ অদ্ভুত ঝড়।

একা একা তবু যেতে হবে দূরে অজানার সুরে—
এ জীবন ছুঁয়ে প্রত্যেকে যাবে অচিনপুরে।
রহস্য যত বিভূতিভূষণ ভাববিলাসের দেবযান তার
জীবনানন্দ দেখেছেন কত চলমান ছায়া ধূসর আঁধার।
যুগে যুগে এই যাওয়া ও আসা—পায়ের চিহ্ন থাকে;
পৃথিবীর বুকে একটি গভীর স্বপ্ন যে লিখে রাখে—
ছিলাম কোথায় এলাম কোথায়—দার্শনিকের কথা;
অবশেষে আমি কোথায় যে যাব—
সেখানেও নীরবতা।