<p>চুপ কর, শালা! একদম চুপ, চুপ! <br />তা না হলে জানিস তো ধুপ ধুপ! <br />ধুম ধুমা ধুম। ভাল্লাগে না—ক্যাচাং<br />এটা দেখেছিস? চাইনজি নয়—খ্যাচাং! <br /> <br />চুপ! <br />লোবানের ঘ্রাণ, গোলাপের জল<br />পুড়ে মোচড়ায় ধূপ। <br /> <br />কাছে ও দূরে যেদিকে তাকাই<br />কেবল লাশের স্তুপ।</p>
<p>চুপ কর, শালা! একদম চুপ, চুপ! <br />তা না হলে জানিস তো ধুপ ধুপ! <br />ধুম ধুমা ধুম। ভাল্লাগে না—ক্যাচাং<br />এটা দেখেছিস? চাইনজি নয়—খ্যাচাং! <br /> <br />চুপ! <br />লোবানের ঘ্রাণ, গোলাপের জল<br />পুড়ে মোচড়ায় ধূপ। <br /> <br />কাছে ও দূরে যেদিকে তাকাই<br />কেবল লাশের স্তুপ।</p>