Thank you for trying Sticky AMP!!

বাংলা গানের ইতিহাস লিখছেন গোলাম মুরশিদ

গোলাম মুরশিদ

এবার বাংলা গানের ইতিহাস লিখছেন গবেষক গোলাম মুরশিদ। লেখা প্রায় শেষ। সম্পাদনা শেষে এটি বই হয়ে বের হবে।

গবেষক হিসেবে গোলাম মুরশিদ স্বমহিমায় উজ্জ্বল। মাইকেল মধুসূদন ও নজরুল-জীবন নিয়ে গবেষণার পর এখন তিনি হাত দিয়েছেন বাংলা গানের ইতিহাস লেখার কাজে। বাংলা গান তাঁর জন্ম থেকে এ পর্যন্ত যেসব পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়েছে, তার একটি ধারাবাহিক ইতিহাস থাকবে এখানে। এ প্রসঙ্গে ‘অন্য আলো’কে গোলাম মুরশিদ বলেন, ‘বাংলা গানের পূর্ণাঙ্গ ইতিহাস যেহেতু এখনো সেভাবে লেখা হয়নি, যা হয়েছে তা হলো হিন্দুস্তানি গানের ইতিহাস, তাই এটি লিখতে আমি উৎসাহিত হয়েছি।’

এ অবধি ৩৪টি অধ্যায় লেখা হয়েছে এবং আরও ৪টি অধ্যায় লেখার পর এই দীর্ঘ রচনাটি সমাপ্ত হবে। এরপর চলবে সম্পাদনা। ফলে এই বই বের হতে এখনো এক বছর সময় লাগবে বলে গোলাম মুরশিদের অনুমান। তিনি বলেন, ‘এক-দেড় মাসের মধ্যে এটি লেখা শেষ হলেও সম্পাদনা করতে আমার সময় লাগবে।’

গোলাম মুরশিদ বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। বাংলা গানের ইতিহাস লেখার পাশাপাশি বিদ্যাসাগরকে নিয়ে পৃথক আরেকটি লেখাও তিনি লিখছেন।

গ্রন্থনা: অন্য আলো প্রতিবেদক