Thank you for trying Sticky AMP!!

ব্রিটিশ রানি সম্মানিত করলেন মার্গারেট অ্যাটউডকে

কালো গাউন ও লাল রঙের হ্যাট পরে ছবির জন্য পোজ দিচ্ছেন অ্যাটউড। ছবি: সংগৃহীত

বিশ্বসাহিত্যে অসামান্য অবদান রাখায় কানাডীয় লেখক মার্গারেট অ্যাটউডকে ‘কম্পানিয়ন অব অনার’ সম্মাননা প্রদান করেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। গত ২৫ অক্টোবর ব্রিটেনের উইন্ডসর ক্যাসেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে দেখা যায়, ৭৯ বছর বয়সী অ্যাটউড কালো গাউন ও লাল রঙের হ্যাট পরে ছবির জন্য পোজ দিচ্ছেন।

শিল্প-সাহিত্য, বিজ্ঞান, চিকিৎসা ও সরকারি কাজে যাঁরা গুরুত্বপূর্ণ অবদান রাখেন, তাঁদের জন্য ১৯১৭ সালে এই বিশেষ সম্মাননা প্রথা চালু করেন রাজা পঞ্চম জর্জ। রয়েল ওয়েবসাইট জানাচ্ছে, প্রখ্যাত অভিনয়শিল্পী ম্যাগি স্মিথ, ব্রটিশ প্রধানমন্ত্রী জন মেজর, কানাডীয় ইতিহাসবিদ মার্গারেট ম্যাকমিলান প্রমুখ এই সম্মাননা পেয়েছেন।

মার্গারেট অ্যাটউড এ পর্যন্ত ৪০টি বই লিখেছেন। তাঁর সবচেয়ে আলোচিত উপন্যাস দ্য হ্যান্ডমেইড’স টেল। এই উপন্যাসেরই সিকুয়েল দ্য টেস্টামেন্টস লিখে গত মাসে এভারিস্তোর সঙ্গে যৌথভাবে বুকার পুরস্কার অর্জন করেছেন মার্গারেট অ্যাটউড। সূত্র: টাইমস অব ইন্ডিয়া