Thank you for trying Sticky AMP!!

ভাঁওতাবাজি

অর্থ থাকুক নাই বা থাকুক—পড়তে থাকি তোমার চোখে

উথলে ওঠা সকল ফেনার ভাঁওতাবাজি!

তবুও আমি লিখতে রাজি প্রেম ফুরানো অভিজ্ঞ সব

কবির কথা, কেমন প্রেমে হাজার বছর কাটিয়ে তারা

প্রেম ফুরানোর ভান করে যায়!

গহিন বন ও অচিন যুবক—হাতছানিতে ডাকতে থাকে এমন করে—

যেমন ধরো—যাচ্ছি যেন খুব গভীরে!

হলুদ রেণুর প্রণোদনায় পরাগায়ন ঘটিয়ে দিয়ে

বাতাস আবার অবুঝ হবার ভান করে যায়!

নদীর জলে বসত কাহার?

তারে আবার ছুঁইতে গেলে—জোর করে হায় পেঁচিয়ে ধরে—

কেমন জানি চন্দ্রবোড়ার মতো আবার শঙ্খ লাগার ভান করে যায়!

ভাঁওতাবাজির সভ্যতারে আমার মতো অসভ্য এক

হাজার বছর পুরান প্রেমে নতুন করে উসকাতে চায়!