আলোকচিত্র: মুনেম ওয়াসিফ, ২০০৬
আলোকচিত্র: মুনেম ওয়াসিফ, ২০০৬

দৃশ্য শিল্প

ক্রমশ পুরান ঢাকা

পুরান ঢাকাকে কেন্দ্র করেই আজকের ঢাকার বিস্তার। কিন্তু সেই পুরান ঢাকা আর কেন্দ্রে থাকতে পারেনি। এখন এর অবস্থান প্রান্তে এবং ঢাকার মধ্যেই এক ভিন্ন ঢাকা। 

পুরান ঢাকার ভিন্নতা সবকিছুতেই। এর অলিগলি, স্থাপত্য, খাবার ও খাবারের দোকান, ভাষা বা রসবোধ, গলির আড্ডা, এমনকি গন্ধ—সবই যেন নিজস্ব। সেখানকার ‘মহল্লাবাসী’ এর কতটা টের পায়, কে জানে! কিন্তু পুরান ঢাকার এসব প্রাত্যহিকতাই তো একজন আগন্তুক বা পর্যবেক্ষকের কাছে অনন্য। 

আলোকচিত্রশিল্পী মুনেম ওয়াসিফ পুরান ঢাকার এই বিশেষ রূপ, রস, বর্ণ ও গন্ধের সন্ধানে দিনের পর দিন ঘুরেছেন সেখানকার অলিগলিতে। ক্যামেরা সঙ্গী করে তিনি এসব ধরতে চেয়েছেন দৃশ্যমাধ্যমে। এ জন্য তিনি এক দীর্ঘ এবং ধ্যানী পথ বেছে নিয়েছেন। তিনি সেখানে হেঁটে বেড়িয়েছেন, সময় কাটিয়েছেন, বিশ্রাম নিয়েছেন, বিরতি নিয়েছেন, বদল বা পরিবর্তন বুঝতে এই জায়গায় আবার গেছেন। এভাবেই পার করে ফেলেছেন বছরের পর বছর। 

মুনেম ওয়াসিফ এই দীর্ঘ সময়ে আলোছায়ার তুলিতে তোলা তাঁর স্থির ও চলমান ছবি এবং নানা সংগ্রহের বাছাই সমাবেশ ঘটিয়েছেন ‘ক্রমশ’ শিরোনামের দৃশ্যশিল্প প্রদর্শনীতে। ক্রমশ—মানে অব্যাহতভাবে বদলায়, যার একটি ধারাবাহিকতা আছে। প্রদর্শনীর শিরোনাম থেকে বোঝা যায় পুরান ঢাকা নিয়ে তাঁর এই যাত্রা চলমান। এই প্রদর্শনীর মাধ্যমে মাঝপথে তিনি যেন যাত্রাবিরতি নিলেন দর্শকদের সঙ্গে নিজের এত দিনের অভিজ্ঞতা বা উপলব্ধি ভাগাভাগি করতে। 

মুনেম ওয়াসিফের ‘ক্রমশ’ শুধু একটি শহরের বা শহরের একটি নির্দিষ্ট অংশের ধারণ করা দৃশ্যের প্রদর্শনী নয়। বরং সময়, স্মৃতি ও বিশেষ স্থানের বিশেষ কিছু তুলে ধরার এক ধ্যানী অন্বেষণ। এই প্রদর্শনী আমাদের পুরান ঢাকার সঙ্গে এক আত্মিক যোগাযোগ ও সংলাপে আমন্ত্রণ জানায়। যেখানে পুরোনো আর আধুনিক সময়ের মধ্যে থমকে থাকা শহরটি নিজেই নিজের গল্প বলে যাচ্ছে। 

আমরা দেখতে পাই, সেখানকার মানুষ একই সঙ্গে অতীত ও বর্তমানকে সঙ্গে নিয়ে কীভাবে নিজেদের জীবনযাপনের নিজস্ব জায়গাটি ধরে রেখেছে। আবার এটাও টের পাই যে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে গেছে। কিন্তু পুরান ঢাকার রূপ, রস গন্ধ ও বর্ণ এরপরও আলাদাই রয়ে গেছে। পুরান ঢাকার বদলটিও তার মতোই নিজস্ব।

আলোকচিত্র: মুনেম ওয়াসিফ, ২০২২

আগেই বলেছি প্রদর্শনীটি মূলত স্থিরচিত্র, চলমান চিত্র ও স্থাপনার সমন্বয়। উপস্থাপন করা হয়েছে দুই দশকের তিনটি কাজ তিনটি সময়পর্বে। ভাগগুলো এ রকম—‘স্টেরিও’, ‘খেয়াল’ ও ‘সামান্য’। 

এই পর্বগুলোয় আমরা সময়ের সঙ্গে পুরান ঢাকার নিজের মতো করে বদলে যাওয়া, শহরের ওই অংশের ঐতিহাসিক গৌরবের সঙ্গে মিলেমিশে থাকা সাদামাটা মানুষের জীবন ও এর মধ্যে কোথায় যেন লুকিয়ে থাকা রহস্যময়তা (সরু এক গলিতে দাঁড়িয়ে থাকা সাদা ঘোড়ার পাশে দোকানের বন্ধ শাটারের সামনে আধশোয়া যুবকের দৃশ্য এক অলৌকিক মুহূর্ত তৈরি করে। রাতের সেই গলির দেয়ালে লেখা দোকানের বিক্রি সম্ভারের বিবরণ, ওপরে বৈদ্যুতিক তারের জটিলতা—এক আটকে থাকা সময়ের ধরনের অনুভূতি তৈরি করে) এবং পুরান ঢাকা থেকে সংগ্রহ করা কিছু বস্তুর শৈল্পিক উপস্থাপনা দেখি। 

আমরা বলতে পারি মুনেম ওয়াসিফের ‘ক্রমশ’ এমন এক দৃশ্যশিল্প প্রদর্শনী, যা পুরান ঢাকাকে শুধু চিত্রিত করে না, বরং সেই শহরকে অনুভব করার সুযোগ তৈরি করে দেয়। তবে আলোকচিত্রগুলোর আকার নিয়ে একটা খচখচ থেকেই যায়। ছবিগুলো আরও বড় ফ্রেমের হলে দর্শক হিসেবে আমাদের তৃপ্তির মাত্রা আরও বাড়ত। 

বেঙ্গল শিল্পালয়ে এই প্রদর্শনী চলবে আগামী ৩১ মে পর্যন্ত।