Thank you for trying Sticky AMP!!

আত্মজীবনী লিখছেন এডওয়ার্ড স্নোডেন

এডওয়ার্ড স্নোডেন

যুক্তরাষ্ট্রের ইতিহাসে গোপন তথ্য ফাঁস করে দেওয়ার চাঞ্চল্যকর নায়ক এডওয়ার্ড স্নোডেন গত বৃহস্পতিবার এক টুইট বার্তায় কৌতুকের ছলে বলেছেন, ‘বিশ্বের ২০টি দেশ মিলে একটি ষড়যন্ত্র সম্পন্ন করেছে এবং যে কারণেই হোক, এমন গোপনীয়তা কখনো ফাঁস হয়নি।’

কিন্তু স্নোডেনের কৌতুককে মিথ্যা প্রমাণিত করে গোপন তথ্যটি ফাঁস করে দিয়েছে বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান মেট্রোপলিটন বুকস। প্রতিষ্ঠানটির মুখপাত্র প্যাট ইসিম্যান বলেছেন, আত্মজীবনী লিখছেন এডওয়ার্ড স্নোডেন। তাঁর লেখা পারমানেন্ট রেকর্ড নামের বইটি আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বের ২০টি দেশে একযোগে প্রকাশ করবে মেট্রোপলিটন বুকস।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় যোগদানের পর স্নোডেন সেখানে যে বিবেকের সংকট দেখেছিলেন, সেসব নিয়েই বইটি লেখা হয়েছে বলে জানিয়েছে প্রকাশনা সংস্থাটি। এর আগে স্নোডেনকে নিয়ে নো প্লেস টু হাইড: এডওয়ার্ড স্নোডেন, দ্য এনএসএ অ্যান্ড দ্য ইউএসএ সারভ্যালিয়েন্স স্টেট নামে বই লিখেছিলেন পুলিৎজারজয়ী লেখক গ্লেন গ্রিনওয়াল্ড। সেই বইটিও প্রকাশ করেছিল মেট্রোপলিটন বুকস।

সূত্র: লস অ্যাঞ্জেলেস টাইমস