তিন অক্ষরে নাম তার
অনেক বড় দেশ
প্রথম অক্ষর বাদ দিলে
চিবিয়ে খেলেই শেষ।
পাঁচ অক্ষরে নাম তার
জেলা আছে, তবে—
শেষের তিনটা বাদ দিলে
রঙের নাম হবে।
চার অক্ষরে নাম তার
পেলেই তুমি খাবে
শেষের দুটো কেটে দিলেই
লেখার জিনিস পাবে।
উড়তে পারে ভালো সেটা
তবে নেই ডানা
এই ধাঁধার উত্তরটা
আছে নাকি জানা?
তিন অক্ষরে নাম তার
লেখা যায় জানি
শেষের অক্ষর বাদ দিলে
চাপ দিলেই পানি।
১. জাপান, ২. নীলফামারী, ৩. চকলেট, ৪. ঘুড়ি, ৫. কলম
সংগ্রহ: অরণ্য শৌণক পাল
প্রথম শ্রেণি, নালন্দা উচ্চবিদ্যালয়, ঢাকা