
১. তীব্র গতিতে একটা বৈদ্যুতিক ট্রেন ছুটে যাচ্ছে উত্তর দিকে। দক্ষিণ দিক থেকে আসছে দমকা হাওয়া। ট্রেনের ধোঁয়া কোন দিকে উড়ে যাবে?
২. তিনজন মোটা লোক কোনোমতে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে একটা ছাতার নিচে। তবু, তারা কেউই ভিজে যায়নি। কীভাবে সম্ভব?
৩. পল্টু, পল্টুর মা আর বাবা গিয়েছিল বেড়াতে। এমন সময় ঝুম বৃষ্টি নামল। পল্টুর বাবা ছাড়া বাকি দুজন বাড়ি ফিরল ভেজা চুলে। বাবার চুল ভেজেনি কেন?
৪. ৩টা আপেল থেকে তুমি ২টা আপেল নিলে তোমার কাছে কয়টা আপেল থাকে?
৫. তুমি একটা বাস চালাচ্ছ।
রামপুরা থেকে গুলিস্তান যাওয়ার পথে বাসটা যখন মৌচাকে থামে, সেখানে দুজন যাত্রী উঠল, যাদের চুলের রং কালো। মালিবাগের কাছে বাসের ছয়জন যাত্রী নেমে গেল, যাদের দুজনের চুল কালো এবং চারজনের চুল বাদামি। পল্টনের কাছে একজন লালচে বাদামি চুলের লোক বাসে উঠল। বাসচালকের চুলের রং কী?
৬. একটা অন্ধকার ঘর। ঘরে একটা হারিকেন, একটা মোমবাতি আর একটা কুপি আছে। তোমাকে যদি এক প্যাকেট দেশলাই দেওয়া হয়, তুমি কোনটা আগে জ্বালাবে?
৭. মন্টু গেছে দুধ কিনতে। দুধওয়ালার কাছে দুইটা খালি বালতি আছে। একটা বালতিতে তিন লিটার দুধ ধরে, আরেকটাতে ভরা যায় পাঁচ লিটার দুধ। কিন্তু মন্টুকে মা বলে দিয়েছেন, ‘এক লিটার দুধ নিয়ে আসবি।’ এদিকে দুধওয়ালার কাছে ওজন মাপার কোনো যন্ত্র নেই। মন্টু কীভাবে ঠিকঠাক এক লিটার দুধ নিয়ে বাড়ি ফিরল?
৮. একটা শিয়াল সপ্তাহে তিন দিন মিথ্যা কথা বলে—সোম, মঙ্গল আর বুধবার। ওদিকে এক বানর, সে মিথ্যা বলে বৃহস্পতি, শুক্র আর শনিবার। একদিন শিয়ালটা বলল, ‘গতকাল আমি মিথ্যা বলেছি।’ বানরটা বলল, ‘আমিও।’
সেদিন কী বার ছিল?
৯. এক গেরস্তের বাড়ি থেকে চুরি হয়ে গেছে একটা মুরগি, একটা গরু আর একটা ছাগল। সন্দেহভাজন হিসেবে আটক করা হলো মজনু, ছটকু আর ফটকাকে।
মজনু বলল, ‘আমি জানি! ফটকা মুরগি চুরি করেছে।’
ছটকু বলল, ‘না। ফটকা চুরি করেছে ছাগল।’
ওদিকে ফটকা বলল, ‘উহু! মুরগি আর ছাগল, কোনোটাই আমি চুরি করি নাই।’
ঘটনার তদন্ত করতে হাজির হলো বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমস! জিজ্ঞাসাবাদ করে সে দুইটা ব্যাপারে নিশ্চিত হলো:
প্রথমত, যে গরু চুরি করেছে, সে মিথ্যা বলছে।
দ্বিতীয়ত, যে মুরগি চুরি করেছে, সে সত্য বলছে।
এখন বলো তো, কে মুরগি চোর, কে গরু চোর আর কে ছাগল চোর?
উত্তরগুলো আয়নায় দেখ...
১. কোনো দিকেই না। কারণ, বৈদ্যুতিক ট্রেনে ধোঁয়া হয় না! ২. কারণ তখন বৃষ্টি হচ্ছিল না! ৩. পল্টুর বাবার মাথায় টাক। ৪. ২টা। ৫. তোমার চুলের রং যা, তা-ই! কারণ, বাস তো তুমি চালাচ্ছ! ৬. বৃহস্পতিবার। ৭. মন্টু প্রথমে তিন লিটারের বালতিটা দুধ ঢেলে পরিপূর্ণ করল। এই তিন লিটার দুধ ঢালা হলো পাঁচ লিটারের বালতিতে। মন্টু আবার তিন লিটারের বালতিটা দুধে পরিপূর্ণ করল। এই দুধ ঢালতে শুরু করল পাঁচ লিটারের বালতিতে। ওদিকে পাঁচ লিটারের বালতিতে আগেই তিন লিটার দুধ ঢালা হয়েছে। তাই সেখানে আরও দুই লিটার দুধ ঢালার পর বালতিটা পরিপূর্ণ হলো। ব্যস, তিন লিটারের বালতিতে রইল বাকি এক লিটার দুধ!
৮. দেশলাইয়ের কাঠি। ৯. ছটকু মুরগি চোর, ফটকা ছাগল চোর আর মজনু গরু চোর