পৃথিবীতে কত যে বিচিত্র ভাষা আছে! একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে সব ভাষার প্রতি আমাদের ভালোবাসা জানাতেই আজকের এই আয়োজন—ভাষা নিয়ে বিচিত্র ৫০ তথ্য
১. পৃথিবীতে ভাষা আছে ৭ হাজারের বেশি।
২. মাত্র ২৩টি ভাষাতেই কথা বলে পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ।
৩. অন্তত দুটি ভাষায় কথা বলতে পারে পৃথিবীর অর্ধেক মানুষ।
৪. বিলুপ্তির পথে আছে পৃথিবীর ২৪ হাজার ভাষা।
৫. দেশ হিসেবে পাপুয়া নিউগিনিতে আছে সবচেয়ে বেশি ভাষা, সংখ্যাটি ৮৪০।
৬. অনেক ভাষাবিদের বিশ্বাস, ভাষার উৎপত্তি প্রায় ১ লাখ বছর আগে।
৭. পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ কথ্য ভাষা হলো স্প্যানিশ।
৮. সবচেয়ে বেশি শব্দ আছে ইংরেজি ভাষায়—আড়াই লাখের বেশি।
৯. ৭৪টি বর্ণ নিয়ে সবচেয়ে লম্বা বর্ণমালা কম্বোডিয়ানদের।
১০. ‘Alphabet’ শব্দটি এসেছে দুটি গ্রিক বর্ণ থেকে—‘alpha’ ও ‘beta’।
১১. পাপুয়া নিউগিনির ভাষা রোটোকাসের বর্ণমালায় আছে মাত্র ১১টি বর্ণ।
১২. সবচেয়ে বেশি অনূদিত গ্রন্থ হলো বাইবেল।
১৩. বই, চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের জন্য ২০০-র বেশি কৃত্রিম ভাষা তৈরি হয়েছে।
১৪. রান্নাবান্না ও ব্যালে নাচে ব্যবহৃত অধিকাংশ শব্দই এসেছে ফরাসি থেকে।
১৫. টুইটারে ৯টি ভাষায় টুইট করেন পোপ ফ্রান্সিস, তবে সবচেয়ে বেশি অনুসারী তাঁর স্প্যানিশ অ্যাকাউন্টে।
১৬. প্রথম ছাপা হওয়া বইটি লেখা হয়েছিল জার্মান ভাষায়।
১৭. সাধারণত একটা মানুষ রোজ মাত্র কয়েক শ শব্দ ব্যবহার করে।
১৮. স্প্যানিশ ভাষায় কথা বলার সময় শারীরিক স্পর্শ খুব স্বাভাবিক একটা ব্যাপার।
১৯. স্পেনের উপকূলীয় ভাষা ‘লা গোমেরা’ পুরোপুরি শিস দিয়ে তৈরি।
২০. ইউরোপীয় ইউনিয়নে দাপ্তরিকভাবে প্রায় ২৪টি ভাষা ব্যবহৃত হয়।
২১. যুক্তরাজ্যে ফরাসিকে প্রধান বিদেশি ভাষা হিসেবে শেখানো হয়।
২২. ইতালিতে অনেকগুলো আঞ্চলিক উপভাষা আছে, এর মধ্যে ‘ফ্লোরেন্টাইন’ দেশটির রাষ্ট্রভাষা।
২৩. ফ্রান্স-স্পেন সীমান্তের পিরেনিজ পর্বতবাসিন্দারা ‘বাস্ক’-এ কথা বলেন, এই ভাষার সঙ্গে পরিচিত কোনো ভাষার একেবারেই সম্পর্ক নেই।
২৪. ইউরোপে সবচেয়ে বেশি কথা বলা হয় জার্মান ভাষায়।
২৫. ফরাসিতে প্রতিবছর ২০ হাজারের বেশি নতুন শব্দ সৃষ্টি হয়।
২৬. জার্মান ভাষায় তিনটি লিঙ্গ আছে—পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ও ক্লীবলিঙ্গ।
২৭. পাতাগনিয়া পর্বতমালায় প্রচুর ওয়েলবাসী বসতি স্থাপন করায় আর্জেন্টিনায় অনেক মানুষই ‘ওয়েলশ’ ভাষায় কথা বলে।
২৮. অধিকাংশ মানুষ ইংরেজিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রভাষা ভাবলেও আদতে দেশটির কোনো রাষ্ট্রভাষা নেই।
২৯. ৩০ শতাংশ ইংরেজি শব্দ এসেছে ফরাসি ভাষা থেকে।
৩০. ব্রাজিলের একটি সংখ্যালঘু ভাষা ইতালিয়ান।
৩১. ১৫ লাখের বেশি আমেরিকানের মাতৃভাষা বা প্রথম ভাষা ফরাসি।
৩২. হাওয়াইয়ান ভাষায় ‘বৃষ্টি’র প্রতিশব্দ আছে দুই শর বেশি।
৩৩. মেক্সিকোর পর দ্বিতীয় সর্বোচ্চ স্প্যানিশভাষীর বাস যুক্তরাষ্ট্রে।
৩৪. চীনাভাষীরা কথা বলার সময় মস্তিষ্কের দুই অংশই ব্যবহার করে, ইংরেজির বেলায় ব্যবহৃত হয় শুধু মস্তিষ্কের বাঁ পাশ।
৩৫. ১৯৬৫ সাল পর্যন্ত হিন্দি ভারতের রাষ্ট্রভাষা ছিল না।
৩৬. জাপানি ভাষায় লেখার জন্য তিনটি রীতি চালু আছে—কাঞ্জি, কাতাকানা ও হিরাগানা।
৩৭. ইন্দোনেশীয় ভাষায় ‘এয়ার’ অর্থ পানি।
৩৮. পৃথিবীতে সবচেয়ে বেশি কথা বলা হয় মান্দারিন চীনা ভাষায়।
৩৯. বতসোয়ানার ‘খোইসান’ ভাষায় কথা বলার শুরুতে ৫ বার ‘ক্লিক’-জাতীয় আওয়াজ করতে হয়।
৪০. দক্ষিণ আফ্রিকার দাপ্তরিক ভাষা সবচেয়ে বেশি—১১টি।
৪১. পৃথিবীর সব ভাষার দুই-তৃতীয়াংশের উৎপত্তি আফ্রিকা ও এশিয়ায়।
৪২. পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ফরাসিভাষীর শহর কঙ্গোর রাজধানী কিনশাসা।
৪৩. মহাকাশে প্রথম কথা বলা হয় রুশ ভাষায়।
৪৪. ইংরেজি বাদে ফরাসিই একমাত্র ভাষা, যেটি পৃথিবীর প্রতিটি দেশে শেখানো হয়।
৪৫. দ্বিতীয় কোনো ভাষা শিখলে স্মৃতিশক্তি বাড়তে পারে।
৪৬. প্রতি দুই সপ্তাহে গড়ে একটি করে ভাষা বিলুপ্ত হয়ে যায়।
৪৭. ‘ক্রিপ্টোফেশিয়া’ এমন এক ভাষা, যা শুধু যমজরাই বুঝতে পারে।
৪৮. ২১টি দেশের রাষ্ট্রভাষা স্প্যানিশ।
৪৯. লন্ডনে ৩০০ ভাষায় কথা বলা হয়।
৫০. স্প্যানিশ ভাষায় আরবি শব্দ আছে ৪ হাজার।