Thank you for trying Sticky AMP!!

সময়ের পঙ্ক্তিমালা

মোহাম্মদ রফিক
বলি

দ্বিধা, শঙ্কা—জানালাটি খুলি;

বুক, মাংস, থরতড়পানিয়া—

আলো, হাওয়া, ক্রমেই অনাদি

সরীসৃপ—বইছে ইউফ্রেতিস,

গঙ্গা, নীলাঞ্জনা, খরতোয়া

খাব জরা, হিমাঙ্ক প্লাবনে

রক্তজলবালু চিকমিক,

দুই তীর, ভোর, বধ্যভূমি,

মরু, লাশ তবে এত ভারী,

আমি! দাও, দেখি, সাড়া দাও!

২৫ মে ২০২০, উত্তরা, ঢাকা।

নির্মলেন্দু গুণ
তুমি সমুদ্রকে ক্ষমা করে দিয়ো

তোমার যত সুধা আছে

তার কিছু আজ পেয়েছি,

তোমার সুধা-সাগরজলে

আজ পরান খুলে নেয়েছি।

আজ আম্পান-ঘূর্ণিঝড়ে

উড়ে গেছে সব লজ্জা,

ভালোবেসে, জলে ভেসে

সমুদ্র-সঙ্গম শেষে—

আজ ভিজেছে তোমার

সাম্পানে পাতা শয্যা।

এখন সমুদ্র ক্লান্ত

এখন সমুদ্র শান্ত,

ধরণির মাতৃবক্ষে

নবজাতকের মতো

এখন সমুদ্রশিশু

ঘুমিয়ে পড়েছেন।

অথচ আমরা তো দেখেছি,

সে কী ভীষণ রুদ্ররূপ নিয়ে

সুন্দরবনের প্রহরা ডিঙিয়ে

লন্ডভন্ড করেছে তোমাকে।

যদি পারো, তুমি এই সমুদ্রকে

ক্ষমা করে দিয়ো। 

২২ মে ২০২০, নয়াগাঁও, ঢাকা।