
জ্যান্ত মানুষের
কাহিনি না হয় না–ই লিখলে;
সারিবদ্ধ লাশ
দাঁড় করিয়ে বা কথা শোনো;
যত রূপকথা
অরূপ আখরে সেই কবে
খোদিত হয়েছে
নরকের সিংহদরজায়—
জেনো, ইতিজন্ম,
পুনর্জন্ম পথ চেয়ে আছে;
রক্ত কালশিটে,
অরূপের সৌরভে মাতায়;
লেখো, মরণে রে
প্রতিপদি জন্মকথিকায়;
ভৌতিক ভুতুড়ে,
প্রতিমানবিক যজ্ঞদহে!