একদিন ফড়িং হয়ে
কচি সবুজ ঘাসের ডগায় বসে
অপলক তাকিয়ে শুধু
মানুষ দেখেছি।
আর একদিন
জমির আইল ধরে হাঁটতে হাঁটতে
ছায়া হয়ে চলে গেছি
দূরের কোনো দেশে
অন্য রকম মানুষের দেশে,
আমি এক ছায়াসঙ্গী।
ঘুম ভাঙতেই দেখেছি আমি
নতুন রবির কিরণ
ভুলেই গেছি গত দিনের
যত মনের পীড়ন
নতুন দিন, নতুন সময়
হবে নতুন যাত্রা
বৈচিত্র্যময় জীবনে যোগ
হবে নতুন মাত্রা
আমি তো আর মেশিন নই,
মুখস্থ কথা বলব।
বোতাম চাপলেই আর সবাইকে
খুশি করে চলব।
আমি একটা মানুষ
আমি শুধু জানি,
আমি একটা মানুষ।
মেশিনেরও কিন্তু কষ্ট হয়,
বুকে হয় জ্বালা।
হঠাৎ করে বিকল হয়ে
স্থির অবলা।
আমি একটা মানুষ।
আমি শুধু জানি,
আমি একটা মানুষ।
মেশিনের কোনো অনুভূতি নেই।
তবুও হয় কষ্ট।
হঠাৎ উচ্চ রক্তচাপে
সেও কিন্তু হয় নষ্ট।
আমি একটা মানুষ।
আমি শুধু জানি,
আমি একটা মানুষ।
মেশিন মেশিন বলছো শুধু,
যন্ত্র বললেই পারো।
কী বলব, আর কী বলব না,
এবার আমায় ছাড়ো।
আমি একটা মানুষ।
আমি শুধু জানি,
আমি একটা মানুষ।
মেশিনের এক বোতাম চেপেই
থামাও তুমি যত,
আমার মনটা নিয়ন্ত্রণহীন
চলে নিজের মতো।
আমি একটা মানুষ।
আমি শুধু জানি,
আমি একটা মানুষ।
আকাশ দেখেছি
সাগর দেখেছি
দেখেছি পাহাড় আর সমতল।
ঘর দেখেছি
দেখেছি স্বপ্ন
শুধু ভালোবাসাটাই নিষ্ফল।
পুরোনো কিছু
হারিয়ে গেলে,
যার সাথে শুরুটা হয়,
হারিয়ে গেলে,
অন্য রকম ভালো লাগা,
হারিয়ে গেলে,
কষ্ট হয়!
এখানে কতবার থেমেছি
একটু বিরতি,
এক কাপ চা,
ভালো লাগা,
হারিয়ে গেছে