<p>বাঁশি থেকে মেঘ ও ময়ূর ঝরে পড়ে, পড়ে কখনো</p> <p>আমি চেয়েছি,</p><p>ক্রুশবিদ্ধ যিশু অন্তত একবার সে বাঁশিটি বাজাক</p>. <p>মেশিনের কুচকাওয়াজ ফিরুক বিজন প্রশ্নচিহ্নের কাছে</p> <p>পাগলা হাতির দলে ঘুমিয়ে জেনেছি,</p><p>দাবা খেলা আসলে বকুলের অবশেষ ছাড়া কিছু নয়</p>
<p>বাঁশি থেকে মেঘ ও ময়ূর ঝরে পড়ে, পড়ে কখনো</p> <p>আমি চেয়েছি,</p><p>ক্রুশবিদ্ধ যিশু অন্তত একবার সে বাঁশিটি বাজাক</p>. <p>মেশিনের কুচকাওয়াজ ফিরুক বিজন প্রশ্নচিহ্নের কাছে</p> <p>পাগলা হাতির দলে ঘুমিয়ে জেনেছি,</p><p>দাবা খেলা আসলে বকুলের অবশেষ ছাড়া কিছু নয়</p>