তোমার বাবা
আমাদের নারকেল গাছের সীমানা নিয়ে
যে বিবাদ রচনা করল
জীবনভর;
গোপন হাতে আমিন তার মীমাংসা করল
এই মীমাংসা স্বার্থপর
এখন নারকেল গাছটি তোমাদের
কিন্তু গাছের ছায়াটি আমাদের
বাড়ির উঠোনে পড়ে;
ছায়ারা পৃথিবীর মায়াদের
একলা করে দেয়,
গাছ ও গাছদের ছায়া ছাড়িয়ে
আমাদের যে মন
পারিবারিক কলহের কারণে
কোনো দিন স্বীকার করবে না জেনেও
উঠোনপ্রান্তে দাঁড়িয়ে রয়েছি
একলা দুজন