অলংকরণ: আরাফাত করিম
অলংকরণ: আরাফাত করিম

কবিতা

পাথরের মুখ

গোল গোল মাথা থেকে আমি খুঁজে পাচ্ছিলাম না পাথরের মুখ
কোথায় তার চোখ রয়েছে মুদে; পেটের নাভিতে ধরেছে শেওলা

এক না–থাকা অর্থের মধ্যে ঢুকে বসে থাকা ছড়ানো চোখ—

তার বোনেরা শুকিয়ে গেছে ওই বাড়িটির দেয়ালে; থেঁতলে গেছে নাক
কিন্তু তারা শুঁকে নেয় মানুষের গন্ধ, যারা পাথরের মুখ ভেঙে বানায় দেয়াল