বাজার

এই চিত্র চিত্র নয়, এই দৃশ্য দৃশ্য কিছু নয়, 

পাত্রে পাত্রে বিচিত্র পসার

এ বাজারে আজকাল, সরাসরি বর্গিরাও আসে!


বহু রং কোর্তা পরে রঙে রঙে সেজেছে দোকানি

দৃশ্যে দৃশ্যে তারা দুখী, মনে মনে খুশি 

তারা চুনের বদলে ধান, তারা পানের বদলে কেনে শাড়ি

জঙ্গলের প্রতি যত জঙ্গবাজ কিশোরেরা যায়

মাঝে মাঝে চণ্ডশক্তি ধার করে আনি

পরিবর্ত-চিন্তা এলে মনে মনে এই সব জাগে

এ বাজারে বর্গিরাও দাঁত খুলে হাসে