আমি ভালোবাসি তোমার অতিরতি-উষ্ণ মাংসের মূর্ছনা
কেননা তা কবিতার মতনই ব্যাখ্যাহীন ও অনির্দিষ্ট
একই মুখ, তবু আয়নায় প্রতিবার নতুন চেহারা
রম্য মাংসে উঁকি দিয়ে এবার আমি তোমার মন দেখব
মাংসের থেকে লবণ ঝরে যেতে দেখব,
ছকের বাইরে গিয়ে দেখব তোমার মনের মুখ
আমি তোমার কীটদষ্ট মাংসের মৃত্যুকে আবাহন করব শান্ত মনে
কেননা আমি তোমার প্রেমিক
তাই নিজের পরাজয়েও আমি তোমার জন্য জমা করি জয়…
বাঞ্ছা করি মাংস ও হাড়ের খাঁচাটি থেকে
বিরাট খোলা মাঠে আমাদের মুক্তি হোক
সেখানে হাওয়ায় দীর্ঘ ডানাদের পতপত
আঁখিতারার ভেতরে উঁকি দিয়ে দ্যাখো,
একটি ঘিয়ের প্রদীপ জ্বলছে
তাতে চিকচিক করছে আমাদের শুভদৃষ্টির গরিমা
তোমার সকল মূর্ছনাসহ আমি তোমাকে ভালোবাসি
তোমার জয় হোক!