অলংকরণ: আরাফাত করিম
অলংকরণ: আরাফাত করিম

কবিতা

পর্বতারোহণ

সম্পর্ক, সে–ও এক দুর্জয় এভারেস্ট

বেশির ভাগই স্বপ্ন দেখিয়ের দলে
অতি অল্পসংখ্যক প্রকৃত অ্যাডভেঞ্চারাস

যতই শিখরের দিকে ওঠা যায়
অক্সিজেন কমে আসতে থাকে

লুকানো খাদ আর দুর্ঘটনার পাশে
ঠুনকো লাগতে থাকে
ক্যারাবিনার ভরসা

ভুতুড়ে আওয়াজে এক নেপালি শেরপা
বুকের মধ্যে চেঁচিয়ে ওঠে, সেফটি! সেফটি!
এবং না-ফেরা ঘটাতে
তখন দ্রুত ধেয়ে আসতে পারে তুষারঝড়

অথচ শীর্ষ অনুভূতির পরও
চূড়ান্ত বিজয়ীর সামনে
শুধুই নেমে আসার রাস্তা