কবিতা

অপেক্ষার গায়ে

একটা অপেক্ষার গায়ে তুমি আটকে যেতে পারো জন্মদাগের মতো করে

অথবা তোমার গায়ে অপেক্ষা গেঁথে যেতে পারে অমোচনীয় কলঙ্কের মতো; 

দাবদাহ শেষে বৃষ্টি নামবার জন্য তুমি অপেক্ষা করবে,

অপেক্ষা করবে আলোর প্রহার শেষে শীতল অন্ধকারের জন্য। 

অন্ধকার তোমার চোখ মুছে দেবে, অন্ধকার তোমাকে মায়ের মতো কোলে তুলে নেবে 

অন্ধকার তোমার পায়ের পাতায় রোদপোড়া এক ঝরনা এঁকে যাবে 

আর তুমি জলের জন্য অপেক্ষা করবে। যদিও জানবে, জল সাঁতরে গেছে নদীপথ ধরে! 

অন্ধকারকে তুমি ভীষণভাবে ভালোবেসে ফেলবে,

তবু তুমি ভোরের দিকে যেতে চাইবে; অপেক্ষা করবে, কখন ভোরের আলো 

তোমার কপালে তার আঙুল ফেলে যাবে... 

একটা চোখ নিরুদ্দেশে উড়িয়ে দিয়ে তুমি অপেক্ষার গায়ের জন্মদাগ হয়ে ভেসে যেয়ো, 

অথবা সঙ্গে নিয়ো তোমার গায়ে অমোচনীয় কলঙ্কের মতো গেঁথে যাওয়া অপেক্ষাকে।