<p>এই খালপাড়, এই হিজলের গাছ</p><p>সরুপথ</p><p>কাদাভেজা</p><p>অশ্রুভেজা...<br></p><p>এই পথ শহরে মিশেছে...</p> <p>দাঁড়িয়ে আছে মা</p><p>পুত্র তার</p><p>এই পথে ফিরে যেন বাড়ি</p><p>পায়ে তার লাগে যেন গাও–গেরামের মাটি</p><p>হিজল ফুলের রং...<br></p><p>সাক্ষী কাদাজল, মার চোখ অশ্রু ছলছল।</p>
<p>এই খালপাড়, এই হিজলের গাছ</p><p>সরুপথ</p><p>কাদাভেজা</p><p>অশ্রুভেজা...<br></p><p>এই পথ শহরে মিশেছে...</p> <p>দাঁড়িয়ে আছে মা</p><p>পুত্র তার</p><p>এই পথে ফিরে যেন বাড়ি</p><p>পায়ে তার লাগে যেন গাও–গেরামের মাটি</p><p>হিজল ফুলের রং...<br></p><p>সাক্ষী কাদাজল, মার চোখ অশ্রু ছলছল।</p>