<p>পৌষশীতল রাতের ফেরারি লাউয়ের ডগা<br>যেতে যেতে ভুল পথে<br>ঢুকে গেছে বাঁধাকপির খেতে—<br>উপায়ান্তরহীন দুপুরমণি আপা<br>পেরিয়ে গেছে তার তীব্র তিরিশের ঘর।<br><br>নব্য নগদ আয়তনের ভারে অথবা ধারে<br>ফালা ফালা দেহবৃক্ষ—<br>বিগলিত জ্যোৎস্নার ওপরে–নিচে হাসে<br>গোত্রহীন জলের সারস।</p>
<p>পৌষশীতল রাতের ফেরারি লাউয়ের ডগা<br>যেতে যেতে ভুল পথে<br>ঢুকে গেছে বাঁধাকপির খেতে—<br>উপায়ান্তরহীন দুপুরমণি আপা<br>পেরিয়ে গেছে তার তীব্র তিরিশের ঘর।<br><br>নব্য নগদ আয়তনের ভারে অথবা ধারে<br>ফালা ফালা দেহবৃক্ষ—<br>বিগলিত জ্যোৎস্নার ওপরে–নিচে হাসে<br>গোত্রহীন জলের সারস।</p>