অলংকরণ: এস এম রাকিবুর রহমান
অলংকরণ: এস এম রাকিবুর রহমান

কবিতা

জেনে গেছে

পৌষশীতল রাতের ফেরারি লাউয়ের ডগা
যেতে যেতে ভুল পথে
ঢুকে গেছে বাঁধাকপির খেতে—
উপায়ান্তরহীন দুপুরমণি আপা
পেরিয়ে গেছে তার তীব্র তিরিশের ঘর।

নব্য নগদ আয়তনের ভারে অথবা ধারে
ফালা ফালা দেহবৃক্ষ—
বিগলিত জ্যোৎস্নার ওপরে–নিচে হাসে
গোত্রহীন জলের সারস।