আমি অভিমান রঙের একটা পাখিকে চিনি—যার ডানায়
এক শ সাতাশটা পদ্মফুল ফুটে থাকে।
ফুলগুলো পৃথিবীর নয়;
যেন ফেলে আসা জন্মের কোনো মেসোপটেমীয়—আমার
ঘুমের মধ্যে পাখিটিকে পাঠায়।
পাখিটি উড়তে থাকে আমার ঘুমের চারপাশে। তার ডানা
থেকে খসে খসে পড়ে একটা একটা
মস্ত ফুল;
আর আস্তে আস্তে আমার সবকিছু মনে পড়তে থাকে—
একটা শহর; গোটা শহর।
তারপর সন্ধ্যায় গোরাচাঁদ দাস লেন ধরে একটা রিকশা
চিরদিনের জন্য চলে যায়...