দূর আকাশের তারা: শফিক নহোর

নদী তীরে গেলে মনে হয়, এ পদ্মা যতটুকু নদীগর্ভে বিলীন হয়েছে, তার চেয়ে ঢের বিলীন হয়েছে আমার হৃদয়। কোনোভাবেই তোমার স্মৃতি মুছে ফেলতে পারি না। মনে পড়ে, প্রায়ই পাড়ে বসে আমরা নৌকা দেখতাম। মাঝেমধ্যে হঠাৎ দেখতাম বরবধূ চলেছে, বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরছে বর। আমি তোমাকে বেনারসি কিনে দেব জানাতাম! তুমি লজ্জায় লাল হতে। আমি তোমার গভীর প্রেমে পড়েছিলাম। সব সময় তো দেখা হতো না আমাদের। তুমি তোমার নানিবাড়ি বেড়াতে এলেই কেবল দেখা হতো। তাই কম দেখা হওয়ার মতোই কথাও হতো কম।

আমার বন্ধুর ফেসবুকের পাতায় তোমার পোষ্ট দেখলাম। দেখতে চাইনি। সে আমাকে তোমার ছবি দেখিয়ে বলল , দোস্ত, মেয়েটা চাঁদের মতো, তাই না? আমি বললাম , ‘না!’
বললাম না, তুমি চাঁদের চেয়ে সুন্দরী। দূর কোনো আকাশের উজ্জ্বল তারা।

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: info@onnoalo.com, alimazij@gmail.com]